দিন দুপুরে আবারও লুটের চেষ্টা মুকুন্দপুরে। পূর্ব যাদবপুর থানার কাছাকাছি মুকুন্দপুর এলাকায় একটি সোনার দোকানে লুটের চেষ্টা চালায় একজন দুষ্কৃতি। জানা গিয়েছে, দোকানের মালিকের নাম সঞ্জয় কুমার সরকার। ৪২ বছর বয়স। এই মুহূর্তে আহত দোকানদারকে শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে ক্রেতা সেজে দুই দুষ্কৃতী সোনার দোকানে প্রবেশ করে লুটের চেষ্টা করেন। তাদেরকে বাধা দিতে গেলে দোকানদারের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওই দুষ্কৃতীদের একজন।
আরও পড়ুন: সকাল সকাল গরম জলে মিশিয়ে খান এই জিনিস…মোমের মতো গলে যাবে মেদ! শরীর থেকে ছেঁকে বের করবে ‘ময়লা’
দোকানের মালিককে এই মুহূর্তে মুকুন্দপুর ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। দোকানে সিসিটিভি ফুটেজ খতিয়ে রাখা হচ্ছে।