Weight Loss: সকাল সকাল গরম জলে মিশিয়ে খান এই জিনিস...মোমের মতো গলে যাবে মেদ! শরীর থেকে ছেঁকে বের করবে ‘ময়লা’
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Home Remedy To Reduce Belly Fat: অত্যধিক ওজন, পেটে জমে চর্বি। বর্তমানে ওজন কমানোর জন্য হাজার রকমের চেষ্টায় ব্যস্ত সকলে। ব্যায়ামে বাড়তি মেদ ঝরলেও, সকালে উঠে এক্সারসাইজে আপত্তি প্রচুর জনের। তবে, এত ঝামেলা না করে রান্নাঘরের একটি অতি পরিচিত উপকরণ ব্যবহার করেই দিব্যি কমানো যায় মেদ।
অত‍্যধিক ওজন, পেটে জমে চর্বি। বর্তমানে ওজন কমানোর জন‍্য হাজার রকমের চেষ্টায় ব‍্যস্ত সকলে। ব‍্যায়ামে বাড়তি মেদ ঝরলেও, সকালে উঠে এক্সারসাইজে আপত্তি প্রচুর জনের। তবে, এত ঝামেলা না করে রান্নাঘরের একটি অতি পরিচিত উপকরণ ব‍্যবহার করেই দিব‍্যি কমানো যায় মেদ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
হালকা গরম জল খাওয়া হজম প্রক্রিয়াকে সক্রিয় করে এবং শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করে। আপনি যখন সকালে লেবু জল পান করেন, এটি কেবল পেট পরিষ্কার করে না, ওজন কমানোর প্রক্রিয়াটিকেও ত্বরান্বিত করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
