TRENDING:

Exclusive | Mukul Roy: 'বিজেপিতে ছিলাম-আছি-থাকব', জল্পনা শেষে জানিয়ে দিলেন মুকুল রায়! তৃণমূলে যোগের কারণও 'ফাঁস'

Last Updated:

Mukul Roy: মুকুল রায়কে নিয়ে যখন ফের তোলপাড় পড়েছে বঙ্গ রাজনীতিতে, সেই সময় মুকুল সাফ বললেন, ''বিজেপি করব। দল চাইলে আমাকে দিয়ে কাজ করাতে পারে। পঞ্চায়েত নির্বাচনে কাজ করতে ইচ্ছুক। বাংলায় যা চলছে, তা মোটেই ভালো নয়।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়ের আচমকা দিল্লি সফর এবং উদ্দেশ্য নিয়ে দিনভর জল্পনা। কী কারণে তাঁর দিল্লি সফর, সেটা জানা যায়নি মঙ্গলবার সারাদিনেও। বিজেপিতে যোগদানের দাবি নস্যাৎ করে মুকুল রায় জানিয়েছেন, তিনি বিজেপিতেই আছেন। তবে মুকুল রায়ের দায় নিতে রাজি নয় কোনও দলই। বিজেপির পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে তাঁরা মুকুল রায়কে নিয়ে চিন্তিত নয় এবং তাদের এ ব্যাপারে কোনও আগ্রহ নেই। অন্যদিকে তৃণমূলও জানিয়েছে তারা মুকুল রায়কে নিয়ে চিন্তিত নয়। এই পরিস্থিতিতে নিউজ ১৮ বাংলা-কে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে মুকুল রায় স্পষ্ট করে বললেন, ''বিজেপিতে ছিলাম আছি, থাকব। অসুস্থতা ছিল, স্ত্রী মারা গিয়েছিলেন, সেই সময় মানসিক অবসাদে ছিলাম, তৃণমূলে গিয়েছিলাম।''
বিস্ফোরক মুকুল রায়
বিস্ফোরক মুকুল রায়
advertisement

মুকুল রায়কে নিয়ে যখন ফের তোলপাড় পড়েছে বঙ্গ রাজনীতিতে, সেই সময় মুকুল সাফ বললেন, ''বিজেপি করব। দল চাইলে আমাকে দিয়ে কাজ করাতে পারে। পঞ্চায়েত নির্বাচনে কাজ করতে ইচ্ছুক। বাংলায় যা চলছে, তা মোটেই ভালো নয়।'' কেন তিনি দিল্লি এলেন, কার সঙ্গে দেখা করবেন, এ বিষয়ে কিছুটা ধোঁয়াশা রেখেই তিনি বলেন, ''কয়েকজনের সঙ্গে দেখা করার চেষ্টা করছি, এখনও সময় পাইনি। শুভ্রাংশুর সঙ্গে কথা হয়েছে। আজও বেশ কয়েকবার কথা হয়েছে।''

advertisement

আরও পড়ুন: গ্রেফতার জীবনকৃষ্ণ, ঘুম ছুটেছে এক প্রধান শিক্ষকের! অন্য কাণ্ড রঘুনাথগঞ্জে, স্কুলের ভিতরে কী আছে?

মুকুল রায়কে নিয়ে জল্পনা তুঙ্গে। ছেলে শুভ্রাংশুর অভিযোগ, তাঁকে কেউ ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে। অপরদিকে মুকুল রায় দাবি, করছেন তিনি সাবলম্বী, তিনি স্বইচ্ছায় দিল্লি এসেছেন। এই নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখন মুকুল পুত্র শুভ্রাংশু রায় বলেন, ''বাবা কেমন আছে সেই খোঁজটা আমি পাচ্ছি না। ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছে কিনা সেটা জানতে পারছি না। খুব চিন্তায় আছি। বাবা রাজনীতির সূত্রে বরাবরই বাইরে থাকত।''

advertisement

আরও পড়ুন: দেখতে তো ট্যাবলেট, কিন্তু আসলে এগুলো কী জানেন! বাগদার ঘটনা গোটা বাংলার জন্য ভয়ের

সেরা ভিডিও

আরও দেখুন
ইমেল, হোয়াটসঅ্যাপের ‌যুগে হঠাৎ রানারের দেখা! হচ্ছে টা কী বাগনানে!
আরও দেখুন

যদিও মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় জানিয়েছেন. তাঁর বাবার স্মৃতিভ্রম হয়েছে। মুকুল রায়ের দিল্লি সফর নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, "তাঁর যদি এত শারীরিক অসুস্থতা থাকে এবং তিনি যদি মানসিকভাবে ভারসাম্য ঠিক রাখতে না পারেন তাহলে তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হল কেন? মুকুল রায় বিজেপিতে এলেন না গেলেন, তা নিয়ে আমাদের কোনও দুশ্চিন্তা নেই।" তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, " এমন একজনকে কোনও হোমে পাঠানো হচ্ছে না কেন? এই ধরণের মানুষ যে কোনও সময়ে বিপদের মুখোমুখি হতে পারেন। এমন একজনকে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে রাখার কারণ কী?" অন্যদিকে মুকুল পুত্র শুভ্রাংশু রায় সাংবাদিক সম্মেলনে বলেন, " বাবার স্মৃতিভ্রম হয়েছে। নাতি নাতনির নাম বলতে পারেন না। যোগ বিয়োগ করতে পারেন না। নিজের জন্মতারিখ বলতে পারেন না।" যদিও মুকুল রায় স্পষ্ট করে বলেছেন, তিনি বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive | Mukul Roy: 'বিজেপিতে ছিলাম-আছি-থাকব', জল্পনা শেষে জানিয়ে দিলেন মুকুল রায়! তৃণমূলে যোগের কারণও 'ফাঁস'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল