TRENDING:

Kirti Azad: কোভিড পরবর্তী সময়ে স্থগিত হয়েছিল পরিষেবা, বন্ধ থাকা উড়ান চালু নিয়ে চিঠি সাংসদ কীর্তি আজাদের

Last Updated:

কোভিড পরবর্তী সময়ে অন্ডাল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া তাদের বিমান চলাচল স্থগিত করে দেয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: শিল্পাঞ্চলের মানুষের সুবিধার কথা মাথায় রেখে অন্ডাল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া স্থগিত থাকা অপারেশন পুনরায় শুরু করুক, এমনটাই অনুরোধ জানিয়ে এয়ার ইন্ডিয়ার সিইও’কে চিঠি দিলেন সাংসদ কীর্তি আজাদ।
মামলার শুনানি শেষে ১ বছর থেকে ২০ বছরের জেল হয় জঙ্গিদের। 


আসলে আশির দশকে এটাই ছিল দ্বিতীয় বিমান অপহরণের ঘটনা। এর আগে শিখ বিচ্ছিন্নতাবাদীরা অমৃতসর থেকে দিল্লিগামী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি উড়ান অপহরণ করেছিল। ওই উড়ানটিকে লাহোরে নামানো হয়। সেখানে পাক সেনাবাহিনীর এসএসজি কম্যান্ডো অভিযান চালায় এবং অপহরণকারীদের কবল থেকে বিমানের আরোহীদের মুক্ত করে। Representative Image
মামলার শুনানি শেষে ১ বছর থেকে ২০ বছরের জেল হয় জঙ্গিদের। আসলে আশির দশকে এটাই ছিল দ্বিতীয় বিমান অপহরণের ঘটনা। এর আগে শিখ বিচ্ছিন্নতাবাদীরা অমৃতসর থেকে দিল্লিগামী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি উড়ান অপহরণ করেছিল। ওই উড়ানটিকে লাহোরে নামানো হয়। সেখানে পাক সেনাবাহিনীর এসএসজি কম্যান্ডো অভিযান চালায় এবং অপহরণকারীদের কবল থেকে বিমানের আরোহীদের মুক্ত করে। Representative Image
advertisement

কোভিড পরবর্তী সময়ে অন্ডাল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া তাদের বিমান চলাচল স্থগিত করে দেয়৷ যেই সব রুটে এই বিমান চলাচল করত তা হল, হায়দরাবাদ-দুর্গাপুর, এয়ার ইন্ডিয়া ৫১৭ যা মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার চলাচল করত। দুর্গাপুর থেকে হায়দরাবাদ, এয়ার ইন্ডিয়া ৫১৮, যা বুধবার, শুক্রবার ও রবিবার চলাচল করে। দিল্লি থেকে দুর্গাপুর, এয়ার ইন্ডিয়া ৭৫৫ যা প্রথমে চার দিন চলত, পরে দু’দিন হয়ে যায়।  দুর্গাপুর থেকে দিল্লি, এয়ার ইন্ডিয়া ৭৫৬, যা কোভিডের পর থেকে পুরোপুরি বন্ধ৷ এই সমস্ত বিমান চলাচল যাতে পুনরায় শুরু করা যায় তার অনুরোধ জানান সাংসদ।

advertisement

করেছিল।

আরও পড়ুন: স্টেশনে বিভীষিকা! ট্রেনে উঠবেন বলে দাঁড়িয়েছিলেন বৃদ্ধা, তাঁর সঙ্গে যা হল… স্টেশনে যেতেই ভয় লাগবে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেখানে উল্লেখ হয়েছে, দুর্গাপুরে NIT ও CMERI রয়েছে৷ প্রায় ১০ হাজার রেজিস্টার্ড ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে, ৬০০০ মাইক্রো ও স্মল স্কেল ইন্ডাস্ট্রি আছে৷ এছাড়া ৮৪ হাজার বড় শিল্প ইউনিট আছে। এছাড়া রানিগঞ্জ এলাকায় একাধিক খনি আছে৷ ফলে শিল্প ক্ষেত্রে এই বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, তারা বিমান পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে৷  এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস উভয়ের নেটওয়ার্ক দুর্গাপুর নিয়ে বিশ্লেষণ করতে চলেছে৷ পরিষেবা বাড়ানোর ব্যাপারে মূল্যায়ন করা হচ্ছে। রাজ্য সরকার অন্ডাল বিমানবন্দর বা কাজী নজরুল ইসলাম আন্তজার্তিক বিমানবন্দরের পরিকাঠামো যথাযথ করেছে। তাদের তরফেও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে বারবার আবেদন করা হয়েছে, বেশি করে বিমান পরিবহণ জন্য এই বিমানবন্দরকে ব্যবহার করা হোক। এবার সাংসদ কীর্তি আজাদ বন্ধ থাকা রুট পুনরায় চালুর আবেদন জানালেন। তবে বিমান সংস্থাগুলো এর আগে জানিয়েছিল, যথাযথ যাত্রী না পাওয়ায় তাদের পরিষেবা বন্ধ করতে হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kirti Azad: কোভিড পরবর্তী সময়ে স্থগিত হয়েছিল পরিষেবা, বন্ধ থাকা উড়ান চালু নিয়ে চিঠি সাংসদ কীর্তি আজাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল