TRENDING:

Christmas Day: বড়দিনে কোলের শিশুকে পাশে নিয়ে ফুল বিক্রি করছেন মা! গোলাপ, সূর্যমুখী ফুল নিয়ে পসার মন্দ নয়

Last Updated:

Christmas Day: বড়দিনে সেজেছে ক্যাথিড্রাল চার্চ, একটু একটু করে জমছে ভিড়। চার্চের ভেতর জ্বলছে প্রার্থনার মোমবাতি। চার্চের বাইরে মায়ের পাশে বসে আছে যিশু, মা মঞ্জিলা মোল্লার সঙ্গে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং থেকে কলকাতায় এসেছে সে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বড়দিনে সেজেছে ক্যাথিড্রাল চার্চ, একটু একটু করে জমছে ভিড়। চার্চের ভেতর জ্বলছে প্রার্থনার মোমবাতি। চার্চের বাইরে মায়ের পাশে বসে আছে যিশু, মা মঞ্জিলা মোল্লার সঙ্গে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং থেকে কলকাতায় এসেছে সে।
News18
News18
advertisement

বড়দিনে মানুষের ভিড়, প্রেম, ধর্ম, ভালোবাসা মিলেমিশে গির্জায় জড়ো হওয়ার কথা প্রতিবার। সেখানেই আর্জি জমায় ফুলের চাহিদা। প্রিয়জনকে ফুল দেওয়ার আনন্দ বুকে নিয়ে এদিন রাস্তায় নামে কতজন প্রেমিক তা গুনতে গিয়ে অহেতুক পাগল হওয়ার দরকার নেই! সেই ফুলেরই পসরা সাজিয়ে বসেছেন মঞ্জিলা মোল্লা, শহরে তাঁর দিদির বাড়ি৷ সেখানেই কয়েকদিন থাকবেন তাঁর সাড়ে ৩ বছরের ছোট্টো শিশু মেহেতাব হোসেনকে সঙ্গে নিয়ে৷

advertisement

আরও পড়ুন: বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই ২২ গজে তাণ্ডব চালালেন ঈশান কিষাণ! ভেঙে দিলেন বৈভবের রেকর্ড

২৪ ডিসেম্বর ক্যাথিড্রালের বাইরে গোলাপ, সূর্যমুখী ফুল বিক্রি করছেন তিনি৷ চঞ্চল মেহেতাবকে শান্ত রেখেছেন নিজের মোবাইল ফোনটি দিয়ে। ছোট্ট শিশু মাথায় পরেছে সান্তার টুপি, মোবাইল চোখ রেখে কখনও দেখছে স্পাইডারম্যান, কখনও কার্টুন, আর সান্তাক্লজের স্লেজ গাড়ি করে আসা ভিডিও। বড় হয়ে সে হতে চাই ডাক্তার৷

advertisement

আরও পড়ুন: এবার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সর্বকালের রেকর্ড ভাঙলেন বৈভব! ইতিহাস ১৪ বছরের তারকার

মা মঞ্জিলা বললেন, “আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি। তারপর বিয়ে হয়ে গিয়েছে, স্বামী পেয়ারা বাগানে কাজ করেন। বাড়িতে শ্বশুর শাশুড়ি আছেন, আমি নিজে সারা বছর করঞ্জা ফুলের দানা বার করার কাজ করি। এই উৎসবের সময় কলকাতায় আসি, চার পাঁচ দিন থাকব, ব্যবসা মন্দ হয় না৷ এই বছর সূর্যমুখী ফুলের চাহিদা খুব৷” ভালোবাসা জন্মালে ফুল ফোটে বিশ্বাস করেন তিনিও। স্বামী একদিন আসবেন কলকাতা তাঁকে নিয়ে যেতে। সেদিন ছেলে স্বামীকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাবেন মঞ্জিলা, এই তাঁর ছোট্ট একটু সাধ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কেক মোয়ার 'কম্বো', এবছর বড়দিনে সুপারহিট! স্বাদ নিতে দোকানে মৌমাছির মত ভিড়
আরও দেখুন

কথা বলতে বলতে দেখলাম রঙিন আলো জ্বলে আরও ঝকমক করছে চার্চের বাইরেটা। ভিড় জমেছে আরও অনেক। কেউ তুলছেন সেলফি। কেউ কেউ সান্তা টুপি পরে চার্চের দিকে এগিয়ে যাচ্ছেন। মঞ্জিলা কিছু সূর্যমুখী ফুল বেঁধে রাখছেন তার দিয়ে। পাশে তাঁর ছোট্ট যিশু, শিশুর মতো নিষ্পাপ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Christmas Day: বড়দিনে কোলের শিশুকে পাশে নিয়ে ফুল বিক্রি করছেন মা! গোলাপ, সূর্যমুখী ফুল নিয়ে পসার মন্দ নয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল