TRENDING:

রাজ্যে বিনিয়োগের ঢল, জটিলতা শেষে রাজ্যে আসছে ইনফোসিস

Last Updated:

দীর্ঘ জটিলতা কাটিয়ে রাজ্যে আসছে ইনফোসিস? সেই সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল। রাজারহাটে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের জন্য জমির বাকি টাকা মিটিয়ে দিয়েছে ইনফোসিস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দীর্ঘ জটিলতা কাটিয়ে রাজ্যে আসছে ইনফোসিস? সেই সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল। রাজারহাটে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের জন্য জমির বাকি টাকা মিটিয়ে দিয়েছে ইনফোসিস। শনিবার বিধানসভায় ঘোষণা নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের। প্রায় ৭ বছর পর জমির টাকা মেটানোতেই উজ্জ্বল ইনফোসিসের বিনিয়োগ সম্ভাবনা। টিসিএস, আইবিএম, কগনিজান্টের মতো সংস্থাও বিনিয়োগ বাড়াচ্ছে রাজ্যে।
advertisement

২০০৯ সালে তৎকালিন বাম সরকারের থেকে রাজারহাটে ৫০ একর জমি কিনেছিল ইনফোসিস। জমির দাম ধার্য হয় ৭০ কোটি ৷ ২০০৯ সালে ২০ কোটি জমা দেয় ইনফোসিস ৷ ১৮ মাসের মধ্যে বাকি টাকা জমা দেওয়ার কথা ছিল ৷

১৮ মাসের বদলে দীর্ঘ ৯ বছরের অপেক্ষা। অবশেষে রাজ্যে বিনিয়োগে ইতিবাচক বার্তা ইনফোসিসের।

advertisement

রাজারহাটের জমিতে ক্যাম্পাস তৈরিতে স্পেশ্যাল ইকমনিক জোন বা এসইজেজডের তকমা নিয়েই তৈরি হয় জট। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর নীতিগত কারণেই এসইজেডের প্রস্তাবে রাজি হয়নি রাজ্য। বদলে তার সমান সুবিধার প্রস্তাব দেওয়া হয় ইনফোসিসকে। সেই প্রস্তাব মেনেই ইনফোসিস রাজ্যে আসছে কিনা, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তৃণমূল সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই ইনফোসিসকে রাজ্যে আনতে নতুন করে উদ্যোগী হয় রাজ্য। বণিকসভার সম্মেলনের ফাঁকে তথ্য প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে আলোচনা হয় ইনফোসিসের প্রতিনিধির। তারপরই জমির দাম মিটিয়ে দেওয়ায় ইনফোসিসের বিনিয়োগ নিয়ে অনেকটাই আশাবাদী  রাজ্য। আশায় বুক বাঁধছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে বিনিয়োগের ঢল, জটিলতা শেষে রাজ্যে আসছে ইনফোসিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল