সূত্রের খবর, আগামী ১৯ জুন দিল্লিতে ইডি-র সদর দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তবে, তিনি ওই দিন উপস্থিত হবেন নাকি ফের আদালতের দ্বারস্থ হবেন, তা এখনও স্পষ্ট নয়। কয়লা পাচার মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে আগেও তলব করেছিল ইডি। হাজিরা এড়াতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
advertisement
সেই মামলার শুনানি ছিল মন্ত্রী-বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ বেঞ্চে। আগের শুনানিতে ইডির বক্তব্য জানতে চেয়েছিল আদালত। ইডির আইনজীবীরা মলয়ের বিরুদ্ধে হলফনামা জমা দেন। তবে আদালত আগামী ১০ মে পর্যন্ত শুনানি স্থগিত করে দিয়েছে আদালত। এবার সেই সময়সীমার পর আগামী ১৯ জুন তাঁকে তলব করল আদালত।
আরও পড়ুন: সিপিআইএম-এর আবেদনে বড় নির্দেশ হাইকোর্টের! আর রইল না কর্মসূচিতে বাধা
গত এপ্রিল মাসে কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটককে দিল্লিতে তলব করেছিল ইডি। ডাকা হয়েছিল তাঁর আপ্ত সহায়ককেও। এর আগে গত ২৯ মার্চ মলয়কে দিল্লির প্রত্যাবর্তন ভবনে ডাকা হয়। কিন্তু সেদিন হাজিরা দেননি রাজ্যের আইনমন্ত্রী। উলটে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। প্রথম দফায় ১২ এপ্রিল পর্যন্ত মলয়কে মৌখিক রক্ষাকবচ দেয় আদালত। দ্বিতীয় দফায় সেই রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয় ২৬ এপ্রিল পর্যন্ত। তারপর আরও ১৪ দিনের জন্য স্বস্তি পান তিনি। কিন্তু এবার সেই সময় শেষ হওয়ার পরই আগামী ১৯ জুন তাঁকে ডেকে পাঠাল ইডি।
আরও পড়ুন: ১ যুবক সহ তিন নাবালককে ঘরে আটকে এ কী করলেন তৃণমূল নেতা! তুঙ্গে বিতর্ক
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে কলকাতা ও আসানসোলে মলয় ঘটকের একাধিক বাড়িতে হানা দেয় সিবিআই। আসানসোলে মলয়ের দু’টি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একটি বাড়িতে তালাবন্ধ দেখে অন্য আর একটি বাড়িতে যায় তারা। মন্ত্রীর কলকাতার সরকারি আবাসনেও টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।