সোমবারই দলের ছাত্র সংগঠনের সভা থেকে অভিষেককে ফের ইডি তলব করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী অভিষেক নিজেও বলেছিলেন, এই বড় সমাবেশের পর দেখুন চার-পাঁচদিনে কী হয়। অতটা সময়ও লাগল না। মঙ্গলবারই ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা কাণ্ডে ডেকে পাঠাল ইডি। যদিও ইডি সূত্রে খবর, গত ২৮ অগাস্ট মেল করে অভিষককে সমন পাঠানো হয়েছিল৷ তবে, অভিষেকের কাছে ফের ইডি-র সমন পৌঁছতেই তোলপাড় রাজ্য রাজনীতি।
advertisement
আরও পড়ুন: 'ক্ষমতা থাকলে ওই বিষয়ে হলফনামা দিন দেখি', বিকাশকে বেনজির আক্রমণ মমতার!
আরও পড়ুন: 'বুলডোজার দিয়ে ভেঙে দিন', নিজের পরিবারের বিরুদ্ধেই তদন্তের নির্দেশ মমতার
তবে, এবার আর দিল্লি নয়, কলকাতাতেই ডাকা হয়েছে অভিষেককে। সেই সূত্রেই দিল্লি থেকে একটি টিম আসবে যারা আগে জিজ্ঞাসাবাদ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, তদন্ত করতে গিয়ে বেশ কিছু তথ্য আরও সামনে এসেছে, সেখান থেকে মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। সেই কারণে জিজ্ঞাসাবাদে কলকাতার যারা বিভিন্ন জায়গায় কয়লাকাণ্ডে তল্লাশি করেছিল এবং তদন্ত প্রক্রিয়া চালিয়েছেন, সেই ইডি আধিকারিকরাও জিজ্ঞাসাবাদে থাকবেন বলে খবর।
ANUP CHAKRABORTY