TRENDING:

দুর্ঘটনায় জখম শামির ‘বডিগার্ড’ এখন কে ? যাঁর জন্য হাসিন-শামি সাক্ষাৎ প্রায় অসম্ভব !

Last Updated:

মেয়ে বেবোকে নিয়ে দুর্ঘটনায় জখম স্বামীকে দেখতে গিয়েছিলেন হাসিন জাহান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মেয়ে বেবোকে নিয়ে দুর্ঘটনায় জখম স্বামীকে দেখতে গিয়েছিলেন হাসিন জাহান ৷ তিক্ততা ভুলেই মানবিকতার খাতিরেই কলকাতা থেকে দিল্লি উড়ে গিয়েছিলেন তিনি ৷ কিন্তু তাতে আদতে কোনও লাভ হয়নি ৷ উল্টে শামির কাছে হুমকিই শুনতে হয়েছে হাসিনকে ৷ দিল্লিতে মেয়ের সঙ্গে শামি কথা বলার পাশাপাশি বেশ কিছুটা সময় ধরে খেললেও স্ত্রী-র সঙ্গে প্রায় কোনও কথাই বলেননি তিনি ৷ শুধু একটাই কথা বলেছিলেন, ‘‘ দেখা হবে এবার আদালতে ৷ ’’
advertisement

আরও পড়ুন- ‘‘দেখা হবে আদালতে....’’ দিল্লির হোটেলে হাসিনকে জানালেন শামি

শামির সঙ্গে হাসিনের কথা বলার পথে এখন সবচেয়ে বড় বাধা অবশ্য শামির নতুন ‘বডিগার্ড’ ৷ কে তিনি ? আসলে বডিগার্ড বলতে এখন যাঁকে বোঝানো হচ্ছে, তিনি হলেন শামির মা ৷ যিনি হাসপাতাল থেকে শুরু করে হোটেল,  সর্বত্রই এখন ছায়ার মতো রয়েছেন শামির পাশে ৷ ছেলের সঙ্গে হাসিনকে কোনও কথাই বলতে দেননি তিনি ৷ হোটেল থেকে বেরিয়ে এসেই হাসিন জানিয়েছিলেন, ‘‘ শামির সঙ্গে আমার দেখা হয়েছে। মেয়ের সঙ্গে খেলেওছে ও। তবে শামির মা এখন ওর বডিগার্ডের মতো আচরণ করছেন। শামি আমার সঙ্গে কথা বলতে অস্বীকার করেছে। উল্টে আমাকে হুমকি দিয়েছে যে এবার যা কথা কোর্টেই হবে ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রবিবার সকালে দেহরাদুন থেকে দিল্লি আসার সময় পথদুর্ঘটনায় চোট পান শামি ৷ তাঁর অবস্থা এখন স্থিতিশীল হলেও হাসিনের সঙ্গে এখন কোনওরকম আপোস করতে নারাজ ভারতীয় পেসার ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্ঘটনায় জখম শামির ‘বডিগার্ড’ এখন কে ? যাঁর জন্য হাসিন-শামি সাক্ষাৎ প্রায় অসম্ভব !