TRENDING:

Modi on Sandeshkhali: চমক ছিল বক্তৃতার পর, মঞ্চের পিছনে মোদির কাছে ওঁরা পাঁচ! কারা? কী এমন ঘটল?

Last Updated:

Modi on Sandeshkhali: বারাসতে বিজেপির ‘নারীশক্তি সম্মান সমাবেশ’-এর মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী বলেন, ‘যখন মোদির কোনও কষ্ট হয়, তখন এই মা-বোনেরাই কবজ হয়ে মোদির রক্ষা করেন৷''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাসত: বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় হাজির হয়েছিলেন সন্দেশখালির মহিলাদের কয়েকজন। বারাসতের কাছাড়ি ময়দানে নারী শক্তি বন্ধন কর্মসূচিতে যোগ দিতে সকালেই বারাসতের উদ্দেশে রওনা দিয়েছিলেন মহিলারা। নারী নির্যাতনের অভিযোগ তুলে ধরতেই তাঁরা এই সভায় হাজির হয়েছেন বলে জানান মহিলারা। আর কাছাড়ি ময়দানের সভায় বক্তব্য শেষ করেই মঞ্চের পিছনে গিয়ে সন্দেশখালির পাঁচ মহিলার জন্য কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের অভিযোগও তিনি মন দিয়ে শোনেন।
মোদির কাছে সন্দেশখালির মহিলারা
মোদির কাছে সন্দেশখালির মহিলারা
advertisement

এ দিন বারাসতে বিজেপির ‘নারীশক্তি সম্মান সমাবেশ’-এর মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী বলেন, ‘যখন মোদির কোনও কষ্ট হয়, তখন এই মা-বোনেরাই কবজ হয়ে মোদির রক্ষা করেন৷ আমার জন্য বাংলার মা-বোন দুর্গার মতো উঠে দাঁড়ায়৷ দেশের মানুষ আজ নিজেদের মোদির পরিবার ভাবে৷ দেশের কৃষক, যুবক, মা, বোনেরা বলছেন, আমি মোদির পরিবার৷’

আরও পড়ুন: আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়! কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন, সিদ্ধান্ত প্রায় পাকা

advertisement

বারাসতের সভা থেকে প্রত্যাশিত ভাবেই সন্দেশখালি ইস্যু নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী৷ রাজ্য সরকার কোনওদিনই মহিলাদের নিরাপত্তার কথা ভাবেনি বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী৷ বেটি বচাও, বেটি পড়াও, উজ্জ্বলা, ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জলের মতো প্রকল্পগুলির বাস্তবায়নেও তৃণমূল সহ বিভিন্ন রাজ্যের অবিজেপি সরকারগুলি বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী৷

আরও পড়ুন: ‘কোনওদিন বলিনি, আজ বলব!’ পরিবার নিয়ে জবাব দিতে গিয়ে বারাসতে কী বললেন মোদি?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানের সামনে ভূত-প্রেতের নাচ! বছরের পর বছর ধরে চলছে গা ছমছমে রেওয়াজ
আরও দেখুন

প্রসঙ্গত, সন্দেশখালি থেকে মোট ৮-১০ টা বাস করে বারাসতে মোদির সভায় যোগ দিতে এসেছিলেন অনেকেই। লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যে রাজ্যের দুই জায়গায় জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি জেলার আরামবাগ এবং নদিয়া জেলার কৃষ্ণনগরে সভা করেন তিনি। তৃতীয়বারের জন্য ফের মঙ্গলবার রাজ্যে আসেন প্রধানমন্ত্রী। এদিন মোদীর জনসভা নিয়ে বিজেপি কর্মী, সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Modi on Sandeshkhali: চমক ছিল বক্তৃতার পর, মঞ্চের পিছনে মোদির কাছে ওঁরা পাঁচ! কারা? কী এমন ঘটল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল