Narendra Modi reply on his family: 'কোনওদিন বলিনি, আজ বলব!' পরিবার নিয়ে জবাব দিতে গিয়ে বারাসতে কী বললেন মোদি?

Last Updated:

বারাসতের সভা থেকে প্রত্যাশিত ভাবেই সন্দেশখালি ইস্যু নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী৷

বারাসতে নরেন্দ্র মোদি৷ ছবি- এএনআই
বারাসতে নরেন্দ্র মোদি৷ ছবি- এএনআই
বারাসত: কয়েকদিন আগেই আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবার নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ বারাসতের জনসভা থেকে সেই কটাক্ষেরই জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানিয়ে দিলেন, দেশের ১৪০ কোটি মানুষই তাঁর পরিবার৷
এ দিন বারাসতে বিজেপির ‘নারীশক্তি সম্মান সমাবেশ’-এর মঞ্চ থেকেই পরিবার নিয়ে তোলা বিরোধী শিবিরকে পাল্টা আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি দাবি করেন, এনডিএ সরকারের প্রত্যাবর্তন নিশ্চিত৷ আর সেই কারণেই ইন্ডিয়া জোটের নেতারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তাঁর পরিবার নিয়ে আক্রমণ করছেন৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রী বলেন, ‘ইন্ডি জোটের নেতারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, তাঁদের আজকাল ঘুম উড়ে গিয়েছে৷ আজকাল আমার পরিবারকে গালাগালি দিচ্ছে, প্রশ্ন তুলছে৷ এরা প্রশ্ন তুলছে, মোদির নিজের পরিবার নেই৷ তাই আমি পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে পারব না৷ ওরা জানতে চাইছে, মোদির পরিবার কোথায়? এই পরিবারবাদীরা আজ এখানে এসে দেখে যান, আমার বোনেরা এখানে এত বিপুল সংখ্যায় এসেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন৷ এঁরাই তো মোদির পরিবার৷ বাংলার সব মা-বোনেরা আমার পরিবার৷ মোদির জীবনের প্রতিটি মুহূর্ত দেশের মাতৃশক্তির জন্য সমর্পিত৷’
advertisement
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যখন মোদির কোনও কষ্ট হয়, তখন এই মা-বোনেরাই কবজ হয়ে মোদির রক্ষা করেন৷ আমার জন্য বাংলার মা-বোন দুর্গার মতো উঠে দাঁড়ায়৷ দেশের মানুষ আজ নিজেদের মোদির পরিবার ভাবে৷ দেশের কৃষক, যুবক, মা, বোনেরা বলছেন, আমি মোদির পরিবার৷’
পরিবার নিয়ে জবাব দিতে গিয়ে নিজের অতীত জীবনের স্মৃতিচারণাও করেন প্রধানমন্ত্রী৷ মোদি বলেন, ‘আমি এই কথাগুলো কোনও দিন বলিনি৷ কিন্তু আজ বলব৷ আমি অনেক কম বয়সে পরিবার ছেড়ে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছিলাম৷ পরিব্রাজকের মতো দেশের কোণায় কোণায় ঘুরে বেড়াচ্ছিলাম, কিছু খুঁজছিলাম৷ কিন্তু পকেটে এক টাকাও ছিল না৷ কিন্তু আপনারা জেনে গর্ব করবেন, কোনও না কোনও পরিবার, মা, বোনেরা আমাকে জিজ্ঞেস করতেন, কিছু খেয়েছো? আমি আজ দেশবাসীকে বলছি, বছরের পর বছর আমি পরিব্রাজক হয়ে ঘুরে বেরিয়েছি৷ কিন্তু একদিনও ক্ষুধার্ত থাকিনি৷ ১৪০ কোটির দেশবাসীই আমার পরিবার৷ আজকে আমি দেশবাসীর ঋণ মেটাচ্ছি৷’
advertisement
বারাসতের সভা থেকে প্রত্যাশিত ভাবেই সন্দেশখালি ইস্যু নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী৷ রাজ্য সরকার কোনওদিনই মহিলাদের নিরাপত্তার কথা ভাবেনি বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী৷ বেটি বচাও, বেটি পড়াও, উজালা, ঘরে ঘরে পরিস্রুত পানীয় জলের মতো প্রকল্পগুলির বাস্তবায়নেও তৃণমূল সহ বিভিন্ন রাজ্যের অবিজেপি সরকারগুলি বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Narendra Modi reply on his family: 'কোনওদিন বলিনি, আজ বলব!' পরিবার নিয়ে জবাব দিতে গিয়ে বারাসতে কী বললেন মোদি?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement