কলকাতা হাইকোর্টে এমনই আর্জি জানিয়ে মামলা দায়ের করার অনুমতি চান বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বিজেপি নেতা দিলীপ ঘোষ হয়ে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী পার্থ ঘোষ। তাঁর বক্তব্য ছিল, গত ১০ ডিসেম্বর পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল। পরে পরিবর্তন করে ২৪ ডিসেম্বর করা হয়। ওই দিন কলকাতায় প্রধানমন্ত্রীর কর্মসূচি হয়েছে। পরীক্ষার দিন পরিবর্তন করা হোক। প্রধান বিচারপতি বলেন, ‘‘পরীক্ষার দিন পরিবর্তন সম্ভব নয়। মামলা দায়ের করুন। বিবেচনা করা হবে।’’
advertisement
আরও পড়ুন মাসে মাসে ১৫০০ টাকা! সঙ্গে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার, বিজেপির ‘উত্তরে’ কল্পতরু মমতা
এর আগে ১০ ডিসেম্বর প্রাথমিকের টেট-এর দিন ঘোষণা করেছিল পর্ষদ৷ পরে সেই তারিখ পিছিয়ে ২৪ ডিসেম্বর করা হয়৷ কেন টেট পরীক্ষার দিন আচমকা বদল করা হয়েছে, সেই নিয়ে পর্ষদের তরফে সরকারিভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি বলে সূত্রের খবর। তবে পর্ষদ সূত্রে খবর, প্রস্তুতির কাজ সম্পূর্ণ না হওয়ার কারণেই এই পলিসিগত এই। এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানিয়েছেন, এই সিদ্ধান্তটি পুরোপুরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে করা হয়েছে।
জানা গিয়েছে, ব্রিগেডে বৃহস্পতিবার গীতাপাঠের অনুষ্ঠানে থাকবেন কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের একাধিক নেতা। থাকবেন আরএসএসের অনেকেই। যদিও বিজেপির জানিয়েছে, তারা এই অনুষ্ঠানের আয়োজন করেনি। অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদের তরফে ১ লক্ষ মানুষের কণ্ঠে গীতাপাঠের ডাক দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।