প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত অধিবেশনেই বিধায়কদের মাইনে বাড়ানোর সিদ্ধান্ত নেন। সেটি আইনসিদ্ধ করতে আজ এই অধিবেশন ডাকা হয়। বাংলার বিধায়কদের বেতন আগে ছিল ১০ হাজার টাকা।
সেখান থেকে বেড়ে নতুন বেতন হল ৫০ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের বেতন ১০ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হল ৫০ হাজার ৯০০ টাকা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হল ৫১ হাজার টাকা। গত ৭ সেপ্টেম্বর এই মাইনে বাড়ানোর কথা ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: ‘পায়ে সংক্রমণ…!’ পুজো সম্ভবত বাড়িতেই কাটাবেন মমতা! কার্নিভালেই দেখবেন ঠাকুর
রাজ্য বিধানসভার অধিবেশনকক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেতন বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করে জানান, গোটা দেশের মধ্যে বাংলার বিধানসভায় বিধায়কদের মাইনে সবথেকে কম। সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, বেতনের পাশাপাশি মন্ত্রী ও বিধায়কদের বিভিন্ন ধরনের ভাতাও থাকে। সেই বেতন ও ভাতা একত্রিত করলে পশ্চিমবঙ্গ বিধানসভার একজন বিধায়ক এতদিন মাসে ৮২ হাজার টাকা করে পেতেন। বর্ধিত বেতন পরিকাঠামোয়, রাজ্যের প্রত্যেক বিধায়ক বেতন ও ভাতা মিলিয়ে প্রতি মাসে মোট পাবেন ১ লাখ ২২ হাজার টাকা।