এদিনের সভায় মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘আবার নবান্ন অভিযান হবে। আমি থাকব। এই অভিযান ব্রিজে গিয়ে থামবে না। ১৪ তলায় গিয়ে থামবে ৷ তৈরি থাকুন ৷ দিন এসে গিয়েছে, আত্মহুতি দিতে হতে পারে। আমাদের তৈরি থাকতে হবে ৷ ওরা গুলি চালাবে, আমরা সামনে থাকব। কত গুলি চালায় চালাক। কিন্তু আমাদের ১৪ তলায় গিয়ে থামতে হবে ৷ উৎসবের বিপক্ষে নই আমি। তিলোত্তমা চলে গিয়েছে আর ফিরবে না৷ উৎসব যাঁরা করবেন, তারা আগে তিলোত্তমাকে সামনে রেখেই মর্যাদা দেবেন। যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা ভুলব না ৷ বিজেপিকে সবাই আন্ডার এস্টিমেট করে। বিজেপি হেরে যায়নি। আমাদের গ্রোথ হচ্ছে। আমরা বাড়ছি। হয়তো কিছু ভুল হয়েছিল। হয়তো কিছু লোভ বেশি ছিল। আমরা জিতব। আমরা তিলোত্তমাকে ভুলতে দেব না।’’
advertisement
আরজি কর ঘটনার পরে পরেই মিঠুন চক্রবর্তী এক ভিডিও বার্তায় আগেই বলেছিলেন, ‘‘আমি অনেকদিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। কী বলব, বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি। নির্যাতিতার পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল। আর যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাড়াতাড়ি তাদের সবাইকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক।’’