TRENDING:

Mithun Chakraborty: ‘আবার নবান্ন অভিযান হবে, আমি থাকব, এবার ১৪ তলায় গিয়ে থামবে...!’: মিঠুন চক্রবর্তী

Last Updated:

আজ, সোমবার বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী দলের রাজনৈতিক কর্মসূচির শেষ দিনের ধরনা অবস্থানে ধর্মতলায় হাজির হয়ে বক্তব্য রাখলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর ইস্যুতে আজ, সোমবার ফের পথে নামলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির ধরনা অবস্থানের শেষ দিন ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চে এদিন বিকেলে হাজির ছিলেন ‘মহাগুরু’ ।আরজি করে চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডের পর ভিডিও বার্তায় ঘটনা তীব্র নিন্দা করেছিলেন মিঠুন। শুধুমাত্র ভিডিও বার্তা দেওয়াই নয়, নাগরিক সমাজের ডাকে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলে এর আগে অংশ নেন তিনি। আর আজ, সোমবার বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী দলের রাজনৈতিক কর্মসূচির শেষ দিনের ধরনা অবস্থানে ধর্মতলায় হাজির হয়ে বক্তব্য রাখলেন।
মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তী
advertisement

আরও পড়ুন– একটি-দু’টি নয়, ঝুলিতে রয়েছে পাঁচ-পাঁচটি জাতীয় পুরস্কার; বিনা পারিশ্রমিকেই কাজ করেছিলেন নায়ক, ছবির নাম বলতে পারবেন কি?

এদিনের সভায় মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘আবার নবান্ন অভিযান হবে। আমি থাকব। এই অভিযান ব্রিজে গিয়ে থামবে না। ১৪ তলায় গিয়ে থামবে ৷ তৈরি থাকুন ৷ দিন এসে গিয়েছে, আত্মহুতি দিতে হতে পারে। আমাদের তৈরি থাকতে হবে ৷ ওরা গুলি চালাবে, আমরা সামনে থাকব। কত গুলি চালায় চালাক। কিন্তু আমাদের ১৪ তলায় গিয়ে থামতে হবে ৷ উৎসবের বিপক্ষে নই আমি। তিলোত্তমা চলে গিয়েছে আর ফিরবে না৷ উৎসব যাঁরা করবেন, তারা আগে তিলোত্তমাকে সামনে রেখেই মর্যাদা দেবেন। যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা ভুলব না ৷ বিজেপিকে সবাই আন্ডার এস্টিমেট করে। বিজেপি হেরে যায়নি। আমাদের গ্রোথ হচ্ছে। আমরা বাড়ছি। হয়তো কিছু ভুল হয়েছিল। হয়তো কিছু লোভ বেশি ছিল। আমরা জিতব। আমরা তিলোত্তমাকে ভুলতে দেব না।’’

advertisement

আরও পড়ুন– ‘কোথায় আছ? একবার এসো’, নরম গলায় এসআই-কে ডাকলেন লেডি কনস্টেবল, পরের ঘটনায় কেঁপে গেল গোটা পুলিশ বিভাগ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরজি কর ঘটনার পরে পরেই মিঠুন চক্রবর্তী এক ভিডিও বার্তায় আগেই বলেছিলেন, ‘‘আমি অনেকদিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। কী বলব, বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি। নির্যাতিতার পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল। আর যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাড়াতাড়ি তাদের সবাইকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mithun Chakraborty: ‘আবার নবান্ন অভিযান হবে, আমি থাকব, এবার ১৪ তলায় গিয়ে থামবে...!’: মিঠুন চক্রবর্তী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল