মালদা স্টেশন থেকে সড়কপথে তিনি যাবেন বালুরঘাট। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র। সেখানে রবিবার মহালয়ার দিন সকাল ১১ থেকে দুর্গোৎসব উপলক্ষে বিজেপির নির্দিষ্ট জনসংযোগ কর্মসূচি প্রাক পুজো সম্মেলনে বিকেল পর্যন্ত অংশ নেবেন বিজেপির এক্সিকিউটিভ কমিটির তারকা সদস্য মিঠুন চক্রবর্তী। সেদিনই সন্ধ্যায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পুজো হিসেবে পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের নিউটাউন ক্লাব দুর্গোৎসবের উদ্বোধন করবেন মিঠুন চক্রবর্তী। সেদিন রাতেই ট্রেনে মহাগুরু রওনা দেবেন কলকাতার উদ্দেশে।
advertisement
আরও পড়ুন : ৬০,০০০ প্রাথমিক শিক্ষকের মেধাতালিকা প্রকাশের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট
সোমবার সকালে শিয়ালদহ স্টেশনে পৌঁছে সোজা তিনি চলে যাবেন নিউটাউনের হোটেলে। সেদিন আর তাঁর কোনও কর্মসূচি নেই। সারাদিন বিশ্রাম। পরের দিন সকালে মঙ্গলবার, মিঠুন চক্রবর্তীর প্রাক পুজো সম্মেলনে যোগ দেওয়ার কথা, হুগলি জেলার আরামবাগে। সেখানেও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক ও পুজোর শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তাঁর। সেদিনই সন্ধ্যায় ফের কলকাতায় ফেরা। এখনও পর্যন্ত বিজেপি সূত্রের যা খবর, বুধবার মিঠুন চক্রবর্তীর জোড়া প্রাক পুজো সম্মেলন উপলক্ষে বিশেষ জনসংযোগ কর্মসূচি রয়েছে দুই জেলায়। পূর্ব বর্ধমান এবং বীরভূম। পূর্ব বর্ধমানের কাটোয়া এবং বীরভূমের বোলপুরে প্রাক পুজো সম্মেলনে যোগ দেবেন মিঠুন চক্রবর্তী।
আরও পড়ুন : বিজেপি-র পুজোর থিমেও রাজনীতি, দুর্গতিনাশিনী দুর্গাকে আবাহন করবেন সুলতা
দুর্গাপুজোকে জনসংযোগের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বঙ্গ বিজেপি। আর এই কর্মসূচির 'মুখ' হিসেবে বিজেপি তুলে ধরতে চাইছে মিঠুন চক্রবর্তীকে। রাজ্যে একাধিক প্রাকপুজো কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বিজেপি। উৎসবের মরশুমে জনসংযোগের লক্ষ্যে তাই মিঠুন চক্রবর্তীকে সামনে এনে বাংলা ও বাঙালির আবেগকে কাজে লাগাতে চাইছে বাংলার পদ্ম শিবির। সম্প্রতি কলকাতার এক সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের তরফে দুর্গাপুজোর সময় আন্দোলন থেকে বিরত থেকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ জারি করা হয়েছে। আর কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাক পুজোয় বিশেষ জনসংযোগ কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করেন বাংলার পদ্ম নেতারা। মিঠুন চক্রবর্তীকে মুখ করে সেই প্রাক পুজো সম্মেলন কর্মসূচিরই প্রথম দিন শনিবার।