পঞ্চায়েত ভোটে বাঙালির মহাগুরুকেই ময়দানে নামাচ্ছে বিজেপি। আগামী ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মিঠুন চক্রবর্তীর ঠাসা কর্মসূচি এ রাজ্যে৷ সূত্রের খবর, জেলায় জেলায় পঞ্চায়েত সম্মেলনেও অংশ নেবেন তিনি৷ মিঠুন চক্রবর্তীর সঙ্গে জেলা সফরে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "মিঠুন চক্রবর্তী শুধু বাংলার নয়, গোটা দেশের আইকন। চলতি মাসে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নেওয়ার পাশাপাশি আগামী দিনে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তিনি জেলার বিভিন্ন প্রান্তে প্রচার করবেন।"
advertisement
এর আগেও উৎসবের মরসুমে জনসংযোগের লক্ষ্যে মিঠুন চক্রবর্তীকে সামনে এনেছে বিজেপি৷ রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের প্রচারেও মিঠুন চক্রবর্তীর সঙ্গে বাংলা ও বাঙালির আবেগকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির।