একইসঙ্গে মিঠুনের আরও বড় দাবি, "তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত নয়, কারা দুর্নীতিগ্রস্ত নয়, চোখ এদিক-ওদিক ঘোরালেই বুঝতে পারবেন। বাংলার পরিস্থিতি উদ্বেগজনক। বিজেপি সংখ্যালঘুদের বিরোধী নয়, সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের যদি কেউ উন্নয়ন ঘটাতে পারে তাহলে বিজেপিই পারবে।" এখানেই শেষ নয়, আরও একধাপ এগিয়ে মিঠুনের বিস্ফোরক দাবি,"হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেন। রাজনীতিতে সবই সম্ভব।"
advertisement
আরও পড়ুন : মেয়ের বিয়ে নিয়ে দুরুদুরু বুক দু:স্থ পরিবারের, সবাইকে তাজ্জব করে ঘটল 'অলৌকিক' কাণ্ড!
বাংলায় পঞ্চায়েত নির্বাচন আসন্ন৷ তাই এর আগে কোমর বেঁধে নেমেছে শাসক-বিরোধী দুই শিবিরই৷ পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ফের রাজ্যে মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার তিনি কলকাতায় পৌঁছন৷ বুধবার থেকে বিভিন্ন জেলায় সফর শুরু মিঠুন চক্রবর্তীর। পুরুলিয়া দিয়েই সফর শুরু করবেন বলে জানা যাচ্ছে৷
পঞ্চায়েত ভোটে বাঙালির মহাগুরুকেই ময়দানে নামাচ্ছে বিজেপি। আগামী ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মিঠুন চক্রবর্তীর ঠাসা কর্মসূচি এ রাজ্যে৷ সূত্রের খবর, জেলায় জেলায় পঞ্চায়েত সম্মেলনেও অংশ নেবেন তিনি৷ মিঠুন চক্রবর্তীর সঙ্গে জেলা সফরে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "মিঠুন চক্রবর্তী শুধু বাংলার নয়, গোটা দেশের আইকন। চলতি মাসে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নেওয়ার পাশাপাশি আগামী দিনে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তিনি জেলার বিভিন্ন প্রান্তে প্রচার করবেন।"
