অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বর্ধিত বেতন তিনি সংগ্রামী যৌথ মঞ্চকে দেবেন তাঁদের সুপ্রিম কোর্টের আইনি লড়াইয়ের জন্য। বিজেপির বক্তব্য, বিলে বিরোধী দলনেতাকে ‘অপশনাল’ রাখা হয়নি।
আরও পড়ুন: মিথ্যা বললে শরীরের কোন ‘অঙ্গ’ গরম হয়…? আপনি জানেন? ‘এইভাবে’ ধরে ফেলুন মিথ্যাবাদী!
প্রসঙ্গত, রাজ্যের মন্ত্রী-বিধায়কদের জন্য বড় ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢালাও বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকে। বেতন বাড়ানো হয়েছে রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীদের। প্রত্যেক ক্ষেত্রে ৪০ হাজার টাকা করে বেতন বাড়ানো হয়েছে। বাংলার বিধায়কদের বেতন আগে ছিল ১০ হাজার টাকা। সেখান থেকে বেড়ে নতুন বেতন হয়েছে ৫০ হাজার টাকা।
advertisement
এছাড়া প্রতিমন্ত্রীদের বেতন ১০ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ হাজার ৯০০ টাকা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫১ হাজার টাকা। আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরই বিরোধীদের সমালোচনার মুখে পড়ে শাসক দল। যদিও আগেই সেই সমালোচনার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”আমার কাছে দিনের পর দিন বিধায়কদের তরফে তাদের কম বেতনের কথা বলে আসছিল। আর যাদের পকেট ভর্তি, কোটি টাকার এমএলএ, তাদের না হয় প্রয়োজন নেই। আমার অনেক বিধায়ক আছে যারা চাষ করে।”