তিনি বলেন, "১৬ নভেম্বর দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধন হয়। অধিকাংশ ডিলার এর সঙ্গে ছিলেন। কিছু ডিলার বানচাল করতে আদালতে যান। দুটো মামলা আদালতে যায়৷ আমরা জিতেছিলাম। আজ সুপ্রিম কোর্টের একটি নির্দেশ এসেছে। দুয়ারে রেশন প্রকল্প চালু থাকবে৷ আমরা যা মোটামুটি শুনেছি প্রগ্রেসিভ রিফর্মস করতে বাধা নেই। আমরা কিন্তু কিছু বাদ দিতে বলেনি। দোকান ও বাইরে দু'জায়গায় থেকে পাওয়া যাবে৷ আমরা আলাদা এজেন্সিও করিনি৷ প্রায় ৭৫ টাকা প্রতি কুইন্টালে ও ৫০০০ টাকা ফিক্সড ইনসেনটিভ দিয়েছি। এছাড়া গাড়ি কেনার ক্ষেত্রে আমরা টাকা দিয়েছিলাম। আমরা সব সাহায্য করতে চেয়েছি। আশা করি রেশন ডিলাররা এগিয়ে আসবেন।"
advertisement
তিনি আরও জানান, "আমরা আইনের পরিপন্থী নই। ডিলারদের অভিযোগ সঠিক ছিল না। তাই গতি বাড়ানো হচ্ছে। সরকারের ভাবনা যা ছিল তাই থাকবে। ডিলারদের অনুরোধ নতুন করে সংঘাতে যাবেন না। অসুবিধা হলে আমাদের জানান। সরকারের ঘোষিত কর্মসূচী এইভাবে বানচাল করা যায় না। গুজরাতে ওরা একই রকম পদ্ধতি নিয়েছি৷ ২০৮৭৬ আমাদের রেশন দোকান হয়েছে। সব গ্রামে আমাদের দোকান নেই। তাই দুয়ারে রেশন প্রকল্প আমাদের চালাতে হবেই।"
আরও পড়ুন: শিক্ষক 'X' এর মান জানতে চাইলেন... উত্তরে যা লিখল পড়ুয়া, সোশ্যাল মিডিয়ায় ঝড়!
দুয়ারে রেশন প্রকল্প চালু রাখতে যে কোনও ‘বাধা’র সঙ্গে লড়ে যাবেন বলে গত সপ্তাহেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে একটি বক্তৃতায় তিনি বলেন, ‘‘মানুষের জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছিল। মানুষের স্বার্থেই দুয়ারে রেশন চলবে। সরকার কারও গায়ের জোরের কাছে মাথা নত করবে না।’’ এদিন রথীন ঘোষ জানিয়েছেন, "অনেক জায়গায় প্লাস্টিক চাল বলছে। এমন কিছু নেই। এটা প্লাস্টিক চাল নয়। এটা ফর্টিফায়েড রাইস। আইসিডিএসে ব্যবহার হয়। আগামী দিনে দেশে এটা চালু হবে।"
পাশাপাশি তিনি এও বলেন, "জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ১২ ও ৩২ ধারায় প্রগেসিভ রিফর্মস করার সুযোগ আছে। আর আমরা তো অতিরিক্ত পয়সা দিয়েছি। হ্যান্ডেলিং লসের টাকা দিয়েছি। এদের অসুবিধা, এরা বলত, আমরা দোকানদার, আমরা কেন বেরোবো। কিন্তু বুঝতে হবে, সরকার ফর দি পিপল, বাই দি পিপল, অফ পিপলের জন্য৷ আমরা মালিক-শ্রমিক সম্পর্ক নিয়ে করিনি। অসুবিধা হলে জানাবেন। আমরা অর্ডার করে বন্ধ করিনি। এরপরেও কথাও না শুনলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ১২ কোটি মানুষের কথা ভেবেছি। সরকার তো আর ডিএ দেবে না বলেনি৷"