TRENDING:

Mid Day Meal: স্কুলে স্কুলে পথ কুকুরদের মিড ডে মিল থেকে খাওয়ানোর নির্দেশ রাজ্যের

Last Updated:

Mid Day Meal For Stray Dogs: স্কুলের পক্ষ থেকে উদ্যোগী হয়ে স্থানীয় পথ কুকুরদের খাওয়াতে হবে বলে জারি হয়েছে নির্দেশিকা। এই কাজে যুক্ত থাকতে হবে মিড ডে মিল কর্মীদের। শুধু তা-ই নয়, যুক্ত করে নিতে হবে পড়ুয়াদেরও। এমনই নির্দেশ এসেছে বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: মিড ডে মিল এবং তার বরাদ্দ নিয়ে নানা সময় অভিযোগ উঠেছে রাজ্যের স্কুলগুলির বিরুদ্ধে। সাম্প্রতিক কর্মী সঙ্কট নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। এরই মধ্যে স্কুলে স্কুলে পথ কুকুরদের খাওয়ানোর নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। স্কুলের পক্ষ থেকে উদ্যোগী হয়ে স্থানীয় পথ কুকুরদের খাওয়াতে হবে বলে জারি হয়েছে নির্দেশিকা। এই কাজে যুক্ত থাকতে হবে মিড ডে মিল কর্মীদের। শুধু তা-ই নয়, যুক্ত করে নিতে হবে পড়ুয়াদেরও। এমনই নির্দেশ এসেছে বলে জানা গিয়েছে।
স্কুলে স্কুলে পথ কুকুরদের মিড ডে মিল থেকে খাওয়ানোর নির্দেশ রাজ্যের (Representative Image)
স্কুলে স্কুলে পথ কুকুরদের মিড ডে মিল থেকে খাওয়ানোর নির্দেশ রাজ্যের (Representative Image)
advertisement

এর আগেই পথকুকুর বিষয়ে সচেতনতা প্রসারে উদ্যোগী হয়েছিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। এ বার স্কুল চত্বরে পথ কুকুরদের একবেলা খাবার দেওয়ার ব্যবস্থার কথা জানাল হল। পাশাপাশি পথ কুকুরদের টিকাকরণের ব্যবস্থার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন– দিন-রাত ফোনে কথা চলত, অ্যাকাউন্টে ছিল ৯৯,৬৫,৪৭,৯৩৮ টাকা ! এভাবেই ব্যক্তি হলেন কোটিপতি

শিক্ষক মহলের বক্তব্য, পথ কুকুরদের খাওয়ানো সাধু উদ্যোগ। কিন্তু এই খাবার জোগাবে কে? টাকা আসবে কোথা থেকে, তার স্পষ্ট উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। সমাজকর্মী ও পশুপ্রেমী মেনকা গান্ধি সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের কাছে পথকুকুরদের একবেলা খাওয়া ও তাদের শুশ্রূষার আবেদন জানিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন। মেনকা গান্ধির সেই অনুরোধেই সাড়া দিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন।

advertisement

জানা গিয়েছে, স্কুলে স্কুলে মিড ডে মিলের জন্য যে সমস্ত কর্মীরা রয়েছেন, তাঁদেরই এই পথ কুকুর সেবায় যুক্ত থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি পশু চিকিৎসালয়গুলির সঙ্গে কথা বলে এই পথ কুকুদের টিকাকরণের কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন– রিমঝিম বর্ষায় ভিজছে স্বপ্ননগরী; বৃষ্টিস্নাত প্রকৃতির হাতছানিতে নিজেকে আর ধরে রাখতে পারলেন না মাধুরী, নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়ায় ভাসলেন ভক্তরাও

advertisement

আর্থিক দিকটির পাশাপাশি উঠছে স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের দায়িত্বের প্রশ্নও। পঠনপাঠন এবং অন্য প্রশাসনিক কাজ সামলে তাঁরা এই অতিরিক্ত দায়িত্ব কী ভাবে পালন করবেন তা ভেবেই চিন্তার ভাঁজ পড়ছে কপালে। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, “অনেক সময় মিড-ডে মিলের খাবার উদ্বৃত্ত হয়, তা জীব সেবায় কাজে লাগবে। ভাল উদ্যোগ। খাবার দিলে কুকুরদের আক্রমণাত্মক ভাব কমবে হয়তো। তবে, কোথায় কত কুকুর রয়েছে, তার হিসেব রাখা স্কুলগুলির পক্ষে সম্ভব নয়।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সমগ্র শিক্ষা মিশনের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে। দিনের একটি নির্দিষ্ট সময় স্কুল প্রাঙ্গনের বাইরে পথ কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এই কাজ ঠিক মতো হচ্ছে কি না, তা দেখার জন্য মিড-ডে মিল কর্মীদের তদারকির নির্দেশও দেওয়া হয়েছে। পথ কুকুরদের ভ্যাকসিনেশন এবং নির্বীজকরণের ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকে। সম্পূর্ণ প্রক্রিয়ার সঙ্গে পড়ুয়াদের যুক্ত করার কথাও বলা হয়েছে। দাবি, ছোটবেলা থেকে পশুসেবার সঙ্গে যুক্ত থাকলে তাদের প্রতি মমত্ববোধ গড়ে উঠবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mid Day Meal: স্কুলে স্কুলে পথ কুকুরদের মিড ডে মিল থেকে খাওয়ানোর নির্দেশ রাজ্যের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল