TRENDING:

Mid Day Meal: ২০০০ কোটি টাকা মিড ডে মিলে...! 'দুর্নীতি' বিতর্কের মধ্যেই রাজ্যকে বিপুল বরাদ্দ কেন্দ্রের

Last Updated:

Mid Day Meal: সোমবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সচিব-সহ পিএম পোষণ প্রকল্পের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে রাজ্য। সেই বৈঠকেই রাজ্যের মিড ডে মিল পরিচালনা নিয়ে প্রশংসা করে বলেই ট্যুইট করে দাবি করেছেন শিক্ষামন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে তথ্য উঠে এসেছিল জয়েন্ট রিভিউ  মিশনের রিপোর্টে। শুধু তাই নয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের কাছে জমা করা এই রিপোর্টের ভিত্তিতে রাজ্যের মতামত চেয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। আর সেই বিতর্কের মাঝে ২০২৩ – ২৪ অর্থবছর জন্য মিড ডে মিলে ২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানাল কেন্দ্র রাজ্যকে।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

সোমবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সচিব-সহ পিএম পোষণ প্রকল্পের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে রাজ্য। সেই বৈঠকেই রাজ্যের মিড ডে মিল পরিচালনা নিয়ে প্রশংসা করে বলেই ট্যুইট করে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। এদিন রাজ্যের তরফে প্রেজেন্টেশন দেওয়া হয় মিড ডে মিল নিয়ে। সেই প্রেজেন্টেশনের পর ২০২৩- ২৪ অর্থবর্ষে বরাদ্দের কথা জানায় কেন্দ্র রাজ্যকে বলেই ট্যুইট করে দাবি করেছেন শিক্ষামন্ত্রী।

advertisement

শুধু তাই নয় মিড ডে মিল নিয়ে সম্প্রতি জয়েন্ট রিভিউ মিশন যে রিপোর্ট জমা দিয়েছে তা নিয়েও এদিন তাঁর ট্যুইটে কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী। রাজনৈতিকভাবে যে ওই রিপোর্ট তৈরি হয়েছে তাও তিনি তাঁর ট্যুইটে ইঙ্গিত দেন ফের। প্রসঙ্গত ২০২২ -২৩  অর্থ বর্ষের মিড ডে মিলের বরাদ্দ ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্র রাজ্যকে। প্রসঙ্গত সম্প্রতি জয়েন্ট রিভিউ মিশনের অধীনে সদস্যরা রাজ্যে পরিদর্শন আসে মিড ডে মিল প্রকল্প নিয়ে। পরিদর্শন শেষে তারা কেন্দ্রর কাছে রিপোর্ট জমা দেয়।

advertisement

সেই রিপোর্টে অবশ্য রাজ্যের মিড ডে মিল প্রকল্পের অধিকর্তা তাঁর কোনও সই বা তার কোনও মতামত নেওয়া হয়নি বলে রাজ্যের তরফে অভিযোগ জানানো হয়। শুধু তাই নয়, একতরফা রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলেও সরব হন শিক্ষামন্ত্রী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

তা নিয়ে জয়েন্ট রিভিউ মিশন কমিটির চেয়ারম্যানকেও চিঠি দেন শিক্ষামন্ত্রী। যদি সেই চিঠির উত্তর আসেনি বলেও দাবি করেন শিক্ষামন্ত্রী। তারপর কেন্দ্রের তরফে মিড ডে মিল প্রকল্পে এই আর্থিক বরাদ্দের ঘোষণাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mid Day Meal: ২০০০ কোটি টাকা মিড ডে মিলে...! 'দুর্নীতি' বিতর্কের মধ্যেই রাজ্যকে বিপুল বরাদ্দ কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল