মেট্রো সূত্রে খবর, মহাকরণ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মহড়া দৌড় করানো হবে৷ দেশে প্রথম কোনও নদীর নীচে দিয়ে মেট্রো যাবে, তাও আবার গঙ্গার নীচে দিয়ে, এটিকে স্মরণীয় করে তুলতে বড় ধরনের অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। আর সে কারণেই রেল বোর্ডের সম্মতির অপেক্ষায় রয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত যা পরিস্থিতি আছে, তাতে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো দৌড়ে কোনও অসুবিধা নেই।
advertisement
আরও পড়ুন: বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার রেলযাত্রীদের জন্য বিরাট চমক!
নানা বাধায় প্রায় দু’ বছর কাজ থমকে ছিল। অবশেষে শিয়ালদহ থেকে এসপ্লানেড পেরিয়ে সুড়ঙ্গ পথে হাওড়ার দিকে মেট্রো নিয়ে যাওয়া হয় গত রবিবার। রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর ছয় কোচের দু’টি রেক পূর্বমুখী সুড়ঙ্গ দিয়ে এসপ্ল্যানেড স্টেশনে নিয়ে আসা হয়।তবে, হাওড়া ময়দান এবং এসপ্লানেডের মধ্যে ট্রেন চালানোর মহড়া কবে হবে তা নির্দিষ্ট করে জানায়নি মেট্রো রেল কর্তৃপক্ষ।
সেক্টর পাঁচ থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা চালু রয়েছে। আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলের জন্য জোড়া সুড়ঙ্গের মধ্যে শিয়ালদহ থেকে এসপ্লানেড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত পূর্বমুখী সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। পশ্চিমমুখী সুড়ঙ্গের বৌবাজার অংশে কিছুটা নির্মাণকাজ এখনও বাকি। সেখানে সাইডওয়াল তৈরি করা হচ্ছে।শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পূর্বমুখী সুড়ঙ্গপথে রেললাইন পাতার কাজ আগেই শেষ হয়েছে। তবে, শিয়ালদহ থেকে এসপ্লানেডের মধ্যে তৃতীয় রেলে বিদ্যুৎ সংযোগ নেই। কিন্তু, এসপ্লানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে তৃতীয় রেলে বিদ্যুৎ সংযোগ রয়েছে।
রবিবার সকালে ও বিকালে দু'টি রেককে সল্টলেক সেন্ট্রাল পার্ক ডিপো থেকে নিয়ে আসা হয় শিয়ালদহ স্টেশনে।এর পরে ব্যাটারিচালিত ইঞ্জিন ব্যবহার করে দু'টি রেককে পিছন থেকে ঠেলে এসপ্লানেড পর্যন্ত নিয়ে আসা হয়। সেখান থেকে থার্ড লাইনের বিদ্যুৎ ব্যবহার করে আপাতত মহাকরণের নীচে অপেক্ষায় আছে দুই মেট্রো রেক।