Delhi Metro | Viral Video: মেট্রোর ভিতরেই, একী কাণ্ড! গভীর আলিঙ্গনে ডুবে ঠোঁটে ঠোঁট! দিল্লির মেট্রোর ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

Last Updated:

সম্প্রতি এক মেট্রো যাত্রীর পোশাকের ভিডিও-ও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ তা নিয়েও কম কথা হয়নি৷ তবে তরুণী জানিয়েছিলেন, নিজের রক্ষণশীল পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ওই পোশাক পরেছিলেন তিনি৷

নয়াদিল্লি: সঞ্জয় লীলা বনশালির ‘হম দিল দে চুকে সনম’-এর সেই আইকনিক দৃশ্য! টিকিট কাটা নেই৷ এদিকে টিকিট চেকারকে এড়াতে কিছু তো একটা করতে হবে! হঠাৎই নন্দিনীর মনে পড়ে গেল আগে ট্রেনে দেখা এক প্রেমিক-প্রেমিকার আশ্লেষে আলিঙ্গনের দৃশ্য৷ মাথায় এল উপায়৷ জড়সড় হয়ে স্বামী বলরাজকেও বলল সে কথা৷ তারপর...সেই দৃশ্যায়ন৷ শুধুমাত্র একটা আলিঙ্গনের দৃশ্য যে কতটা নিবিড়, কতটা ঘনিষ্ঠ মুহূর্ত হয়ে উঠতে পারে, অত্যন্ত অদ্ভুত ভাবে তা ওই দৃশ্যে ফুটিয়ে তুলেছিলেন পরিচালক৷
সম্প্রতি, দিল্লি মেট্রোতেও নাকি দেখা মিলেছে এমনই এক দৃশ্যের৷ সিনেমা নয়, নিটোল বাস্তবে৷ গভীর আলিঙ্গন, ঠোঁটে ঠোঁট রেখে নিবিড় চুম্বন৷ কে আছে ধারে কাছে, কোনও আড়চোখ দেখছে কি? সেই সমস্ত বাঁকা কথা, বাঁকা চোখের তোয়াক্কা না করে এক্কেবারে প্রেমে ডুবে যাওয়া৷ মন্দ কি ভালবাসার একটুখানি উদযাপনে?
advertisement
advertisement
আরও পড়ুন: ১০ শতাংশ কমতে চলেছে রান্নার গ্যাসের দাম! নতুন ফর্মুলা আনছে কেন্দ্র, ফিরবে কি স্বস্তি!
কিন্তু, এটা তো ভারত৷ তাই বিষয়টা আড়চোখে তাকানোতেই থেমে থাকেনি৷ দিল্লি মেট্রোর তরুণ-তরুণীর সেই নিবিড় চুম্বনের ভিডিও কোনও একজ সহযাত্রী তুলে নিয়েছিল নিজের মোবাইল ক্যামেরায়৷ তারপর, সেই ভিডিও সে পোস্টও করে সোশ্যাল মিডিয়ায়৷ তারপর আর দেখে কে, হুহু করে ভাইরাল হয় সেই ভিডিও৷
advertisement
মেট্রোর কামরার মধ্যে তরুণ-তরুণীর চুম্বন দৃশ্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের মধ্যে৷ বেশির ভাগ মানুষই বলছেন, এবার অন্তত আমাদের সাবালক হওয়ার সময় এসেছে৷ মানুষ-মানুষীর মধ্যে চুম্বন, খুব স্বাভাবিক একটি ঘটনা, তা নিয়ে এই কেলেঙ্কারিটা না বাাঁধালেই হয়৷ আবার এক পক্ষ বলছে, ব্যক্তিগত মুহূর্ত তো আড়ালে আবডালেই থাকা উচিত৷ তা তো একেবারে নিজস্ব, নিজেদের৷ তাকে আবার সর্বসমক্ষে, হাটেবাজারে আনা কেন?
advertisement
আরও পড়ুন: পৈশাচিক কাণ্ড! সাপের থেকে বদলা নিতে সাপকেই কামড়, ভাইরাল ভিডিও
সম্প্রতি এক মেট্রো যাত্রীর পোশাকের ভিডিও-ও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ তা নিয়েও কম কথা হয়নি৷ তবে তরুণী জানিয়েছিলেন, নিজের রক্ষণশীল পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ওই পোশাক পরেছিলেন তিনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Metro | Viral Video: মেট্রোর ভিতরেই, একী কাণ্ড! গভীর আলিঙ্গনে ডুবে ঠোঁটে ঠোঁট! দিল্লির মেট্রোর ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement