TRENDING:

স্মার্ট কার্ড বা টোকেন নয়, এই মেট্রো পথে ফিরছে কাগজের টিকিট

Last Updated:

Joka Taratala Metrorail: আপাতত ফের ছাপানো বা কাগজের টিকিট ব্যবহার হবে জোকা-তারাতলা মেট্রো প্রকল্পে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ফিরছে কি মেট্রোরেলের কাগজের বোর্ড টিকিট? অন্তত মেট্রো সূত্রের খবর, জোকা থেকে তারাতলা মেট্রোর জন্য কাগজের টিকিট ফেরানো হবে। স্মার্টকার্ড বা টোকেন এই মেট্রো পথে ব্যবহার করা হবে না৷ কারণ স্মার্ট গেট এসে পৌঁছয়নি। বিদেশ থেকে আসবে সেই স্মার্টকার্ড। তা অবশ্য এখনও জাহাজেই ওঠেনি৷ তার পর এসে পৌঁছবে। সেটা আবার বিভিন্ন স্টেশনে ইনস্টল করা হবে। তার পর ব্যবহার করা যাবে স্মার্ট কার্ড বা টোকেন। তাই আপাতত ফের ছাপানো বা কাগজের টিকিট ব্যবহার হবে জোকা-তারাতলা মেট্রো প্রকল্পে।
আপাতত ফের ছাপানো বা কাগজের টিকিট ব্যবহার হবে জোকা-তারাতলা মেট্রো প্রকল্পে
আপাতত ফের ছাপানো বা কাগজের টিকিট ব্যবহার হবে জোকা-তারাতলা মেট্রো প্রকল্পে
advertisement

কোরিয়া থেকে স্মার্ট গেট আসতে সময় লাগবে৷ আপাতত ছ'টি স্টেশনে মেট্রো চলবে। জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে তারাতল যাবে মেট্রো। আবার সেই পথেই মেট্রো ফিরবে জোকাতে। আপাতত ওয়ান লাইন মেট্রো বা একপথের মেট্রো চলাচল করবে৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে৷ আপাতত এই ৬ কিলোমিটার অংশে মেট্রো যেতে সময় নেবে ১০ মিনিট। এই পথে মেট্রোয় যাত্রী পরিষেবার জন্য অনুমতি ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটি দিয়েছে।

advertisement

আরও পড়ুন : দিদি কোথায়! অপেক্ষায় ঐন্দ্রিলার প্রিয় দুই পোষ্য় তোজা ও বোজো

মেট্রো চালানোর জন্য নতুন এসি রেক নিয়ে আসা হচ্ছে। শীঘ্রই সেই এসি রেক এসে যাবে৷ সেই এসি রেক এসে গেলেই, জোকা ডিপো থেকে তারাতলা পর্যন্ত মেট্রো বার বার চালিয়ে দেখা হবে। যা এক রকমের স্পিড ট্রায়াল। সেই স্পিড ট্রায়াল শেষ হলেই শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, আপাতত কমার্শিয়াল অপারেশনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ টিকিট কাউন্টার থেকে শুরু করে বাকি প্রক্রিয়া চালানো হচ্ছে।

advertisement

আরও পড়ুন :  বিয়ে উপলক্ষে হাইওয়ের ধারে অশ্বত্থগাছ ঘিরে পুজো, ট্রাকে পিষ্ট হয়ে ৪ শিশু-সহ বিহারে নিহত ১২

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দুটো শিফটে চলবে মেট্রো। ছ'টি স্টেশনে মেট্রো চালানোর জন্য ন্যূনতম ১২ জন করে কর্মী লাগবে। তবে টিকিট কাউন্টারে এই ৭২ জন কর্মী আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে তীব্র সংশয় শুরু হয়েছে। কারণ এত সংখ্যক কর্মী নেই। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, "এত বড় একটা প্রকল্প নেওয়া হয়েছে৷ সেই প্রকল্পে যাত্রী পরিষেবা চালানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে। ফলে কোথাও কোনও সমস্যা থাকবে না। মেট্রো যখন চলবে। তখন কর্মীর পর্যাপ্ত ব্যবস্থাও হয়ে যাবে।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
স্মার্ট কার্ড বা টোকেন নয়, এই মেট্রো পথে ফিরছে কাগজের টিকিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল