বিহারে বিজেপির জয়ের নেপথ্যে রয়েছে বড় পরিকল্পনা! জুন মাস থেকে সবটা জেনে নিন
উল্লেখ্য যে, এই ব্যবহারকারী-বান্ধব ASCRMগুলি মেট্রো রেলওয়েতে ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করতে চলেছে। যাত্রীরা এই ASCRMগুলিতে UPI পেমেন্ট-ভিত্তিক টিকিটিং সিস্টেমও বেছে নিতে পারেন।নো বুকিং কাউন্টারের কথা আগেই জানিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই মতো আগেই কয়েকটি স্টেশনে টিকিট কাউন্টার তুলে নেওয়া হয়েছে। এবার সেই তালিকায় যোগ হল গ্রিন লাইনের বেঙ্গল কেমিক্যাল স্টেশন। এবার সেখানেও আর টিকিট বুকিং কাউন্টার থাকবে না। অন্যান্য স্টেশনের তুলনায় এই স্টেশনে যাত্রীদের ভিড় কম। সেই মতোই এই স্টেশনকে নো বুকিং কাউন্টার স্টেশন করা হল। এর কলকাতা মেট্রো রেল কতৃপক্ষের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর থেকে প্রথম কাউন্টারলেস স্টেশন হিসেবে চিহ্নিত হয়েছে এই স্টেশনটি।
advertisement
গত বছরের অগস্ট থেকেই কলকাতা মেট্রো করিডোরের পার্পেল ও অরেঞ্জ লাইনের কয়েকটি স্টেশনে টিকিট কাউন্টার তুলে দেওয়া হয়েছে। পার্পেল লাইনে তারাতলা ও সখেরবাজার মেট্রো স্টেশনে এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত মেট্রো স্টেশনে আর এখন টিকিট কাউন্টার বা টিকিট বুকিং কর্মী নেই।
