বড়বাজারের এজরা স্ট্রিটে গুদামে বীভৎস আগুন! ছড়িয়ে পড়েছে চতুর্দিকে! নেভানোর চেষ্টায় দমকলের ২০টি ইঞ্জিন

Last Updated:

বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিক গুদামে আগুনে ২০টি দমকল ইঞ্জিন, পুলিশ মোতায়েন, হতাহতের খবর নেই; সুরেশ কুমার ডাগার বিরুদ্ধে হুমকির অভিযোগ।

বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিক সামগ্রীর একটি গুদামে শনিবার সকালে আগুন লাগে। প্রথমে ১০টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হলেও পরে তা বাড়িয়ে ১৭টি করা হয়। আশেপাশের বহুতলেও আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। দমকল সূত্রে জানা গিয়েছে, টপ শট পাঠানো হয়েছে এবং এলাকায় জনতা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, আগুনের পেছনে চক্রান্ত থাকতে পারে। পাশের দোকানের কর্মী মহম্মদ ইফতেকার জানান, সুরেশ কুমার ডাগা নামে এক দোকানমালিক দীর্ঘদিন ধরেই তাঁদের দোকান ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিতেন। তাঁর অভিযোগ, ‘‘ওই ব্যক্তি বারবার বলত দোকান ছেড়ে না দিলে আগুন লাগিয়ে দেবে। আমরা এফআইআর করব।’’
advertisement
advertisement
৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ কুমার পাঠক জানান, বহুবার ফায়ার ব্রিগেড, মিউনিসিপ্যালিটি এবং পুলিশকে চিঠি দিয়ে তিনি এই বিল্ডিংকে বেআইনি বলে সতর্ক করেছিলেন। তাঁর অভিযোগ, ‘‘আমি বহুবার বলেছি এখানে আগুন লাগতে পারে, আগেও লেগেছে। কিন্তু কোনও পদক্ষেপ হয়নি।’’
অগ্নিনির্বাপণ দফতরের এডিজি অভিজিৎ পান্ডে জানান, আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পকেট ফায়ার চিহ্নিত করে নেভানোর কাজ চলছে। তাঁর কথায়, ‘‘বেগ পেতে হয়েছে, তবে পরিস্থিতি এখন স্থিতিশীল।’’
advertisement
ঘটনাস্থলে পৌঁছেছেন ডিজি ফায়ার রণবীর কুমারও। দমকলের দাবি, কাউন্সিলরের তরফে কোনও আনুষ্ঠানিক অভিযোগ আগে জমা পড়েনি। মোট ২০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে যুক্ত রয়েছে এবং দমকল কর্মীরা এখনও আশপাশের বিল্ডিংগুলি পর্যবেক্ষণ করছেন যাতে আগুন আর কোথাও ছড়িয়ে না পড়ে।
আশপাশে বেশ কিছুটা এলাকা আগুন ছড়িয়ে পড়েছে বলেই জানা গিয়েছে। এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন। জানা গিয়েছে, এজরা স্ট্রিটের যেখানে আগুন লেগেছে সেখানে পাশাপাশি অনেকগুলি বৈদ্যুতিক সামগ্রীর দোকান এবং গুদাম আছে । সেখানে দাহ্য পদার্থ থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। পাশের বহুতলে আগুন অনেকক্ষণ আগেই ছড়িয়ে পড়েছে, সকাল থেকে ওই বহুতলের একাধিক তলে আগুন জ্বলছে। ৫-৬ তল এবং একদম উপরের তলে সবথেকে বেশি আগুনের তীব্রতা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বড়বাজারের এজরা স্ট্রিটে গুদামে বীভৎস আগুন! ছড়িয়ে পড়েছে চতুর্দিকে! নেভানোর চেষ্টায় দমকলের ২০টি ইঞ্জিন
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement