কিন্তু অনেকেরই কৌতূহল, গঙ্গার নীচ দিয়ে যাওয়ার সময় কি তা বুঝতে পারবেন যাত্রীরা? দেশের মধ্যে প্রথম বার কোনও নদীর নীচ দিয়ে ছুটবে ট্রেন৷ ফলে যাত্রীদের সেই কৌতূহলের কথা মাথায় রেখেই এবার গঙ্গার নীচের অংশে সুড়ঙ্গে বিশেষ ব্যবস্থা করল মেট্রো রেল কর্তৃপক্ষ৷
আরও পড়ুন: চাবির ওজনই ১৫ কেজি, রাম মন্দিরের জন্য কত কেজির তালা এল অযোধ্যায়?
advertisement
এক্স হ্যান্ডেলে মেট্রোর পক্ষ থেকে এই ভিডিও পোস্ট করে জানানো হয়েছে, গঙ্গার নীচে ৫২০ মিটার সুড়ঙ্গের দু পাশের দেওয়ালের গায়েই নীল আলো লাগানো থাকবে৷ অর্থাৎ ওই অংশ দিয়ে যাওয়ার সময় যাত্রীরা বুঝতে পারবেন যে ট্রেন গঙ্গা পেরোচ্ছে৷
ইতিমধ্যেই হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত ওই অংশে কমিশনার অফ রেলওয়ে সেফটির একটি দল পরিদর্শন করেছে৷ সেই পরিদর্শনে বেশ কিছু খামতি ধরা পড়ে৷
আগামী ২২ জানুয়ারি ফের চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি হাওড়া মযদান থেকে ধর্মতলা পর্যন্ত ওই অংশ পরিদর্শনে আসবেন৷