Ram Mandir Lock: চাবির ওজনই ১৫ কেজি, রাম মন্দিরের জন্য কত কেজির তালা এল অযোধ্যায়?

Last Updated:
৪০০ কেজির এই তালার চাবির ওজনই ১৫ কেজি৷ উত্তর প্রদেশের আলিগড় থেকে এই তালা আজই এসে পৌঁছেছে অযোধ্যায়৷
1/8
হাজার হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে রাম মন্দির৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় উপচে পড়ছে ভক্তদের ভিড়৷ ফলে রাম মন্দিরকে নিরাপদ রাখতে জব্বর তালাও পৌঁছে গেল অযোধ্যায়৷ যে তালার ওজন ৪০০ কেজি!
হাজার হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে রাম মন্দির৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় উপচে পড়ছে ভক্তদের ভিড়৷ ফলে রাম মন্দিরকে নিরাপদ রাখতে জব্বর তালাও পৌঁছে গেল অযোধ্যায়৷ যে তালার ওজন ৪০০ কেজি!
advertisement
2/8
৪০০ কেজির এই তালার চাবির ওজনই ১৫ কেজি৷ উত্তর প্রদেশের আলিগড় থেকে এই তালা আজই এসে পৌঁছেছে অযোধ্যায়৷
৪০০ কেজির এই তালার চাবির ওজনই ১৫ কেজি৷ উত্তর প্রদেশের আলিগড় থেকে এই তালা আজই এসে পৌঁছেছে অযোধ্যায়৷
advertisement
3/8
দু বছর আগে এই তালা তৈরির কাজ শুরু করেন অযোধ্যার তালা মিস্ত্রি ৬৭ বছরের সত্য প্রকাশ৷ যদিও গত মাসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷
দু বছর আগে এই তালা তৈরির কাজ শুরু করেন অযোধ্যার তালা মিস্ত্রি ৬৭ বছরের সত্য প্রকাশ৷ যদিও গত মাসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷
advertisement
4/8
মৃ্ত্যুর কারণেই এই বিশালাকার তালা তৈরির শেষ দিকের কাজ শেষ করতে পারেননি সত্য প্রকাশ৷ যদিও তাঁর শেষ ইচ্ছেকে সম্মান দিয়েই রাম মন্দিরের জন্য নিয়ে আসা হল ওই তালা৷
মৃ্ত্যুর কারণেই এই বিশালাকার তালা তৈরির শেষ দিকের কাজ শেষ করতে পারেননি সত্য প্রকাশ৷ যদিও তাঁর শেষ ইচ্ছেকে সম্মান দিয়েই রাম মন্দিরের জন্য নিয়ে আসা হল ওই তালা৷
advertisement
5/8
পিতলের তৈরি এই তালা প্রথমে আলিগড়ে সত্যপ্রকাশের বাড়ি থেকে একটি ক্রেনে করে ট্রাকে তোলা হয়৷ তার পর ট্রাকে করে তা অযোধ্যায় নিয়ে আসা হয়৷
পিতলের তৈরি এই তালা প্রথমে আলিগড়ে সত্যপ্রকাশের বাড়ি থেকে একটি ক্রেনে করে ট্রাকে তোলা হয়৷ তার পর ট্রাকে করে তা অযোধ্যায় নিয়ে আসা হয়৷
advertisement
6/8
সত্য প্রকাশের স্ত্রী রুকমণি দেবী জানিয়েছেন, তাঁর স্বামী বেঁচে থাকলে আজ খুবই খুশি হতেন৷ পিতল দিয়ে তৈরি এই তালা তৈরি করতে খরচ হয়েছে ২ লক্ষ টাকা৷
সত্য প্রকাশের স্ত্রী রুকমণি দেবী জানিয়েছেন, তাঁর স্বামী বেঁচে থাকলে আজ খুবই খুশি হতেন৷ পিতল দিয়ে তৈরি এই তালা তৈরি করতে খরচ হয়েছে ২ লক্ষ টাকা৷
advertisement
7/8
সত্য প্রকাশের ছেলে মহেশ চাঁদ জানিয়েছেন, হিন্দু মহাসভার পক্ষ থেকে এই তালা অযোধ্যাায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে৷
সত্য প্রকাশের ছেলে মহেশ চাঁদ জানিয়েছেন, হিন্দু মহাসভার পক্ষ থেকে এই তালা অযোধ্যাায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে৷
advertisement
8/8
তবে এই তালা সত্যিই রাম মন্দিরে ব্যবহার করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ মহেশ চাঁদ বলেন, আশা করি এই তালা রাম মন্দিরের নিরাপত্তার কাজে ব্যবহৃত হবে৷
তবে এই তালা সত্যিই রাম মন্দিরে ব্যবহার করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ মহেশ চাঁদ বলেন, আশা করি এই তালা রাম মন্দিরের নিরাপত্তার কাজে ব্যবহৃত হবে৷
advertisement
advertisement
advertisement