হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত মোট মেট্রো স্টেশনের সংখ্যা হল পাঁচটি (রুবি ও বেলেঘাটাকে ধরে)। রুবি ছাড়লেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার। তারপর আসবে ঋত্বিক ঘটক, তারপর বরুণ সেনগুপ্ত যা সায়েন্স সিটি এলাকায় অবস্থিত। সায়েন্স সিটির পরই আসবে বেলেঘাটা মেট্রো স্টেশন। নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে পাঁচটি স্টেশন রয়েছে। সেগুলি হল – কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (এসআরএফটিআই সংলগ্ন এলাকা), জ্যোতিরিন্দ্র নন্দী (অজয়নগর এলাকা), কবি সুকান্ত (কালিকাপুর) এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত রুটটি চালু হয়ে গেলে এই লাইনেও যাত্রীসংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন : দ্বন্দ্ব ভুলে বুথে জনসংযোগে জোর, পিছিয়ে থাকা বুথে বাড়তি নজর দিয়েই ময়দানে তৃণমূল
হলুদ লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত সব ক’টি স্টেশনের কাজ শেষ। এই রুটে মোট চারটি স্টেশন রয়েছে। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর। প্রথম তিনটি স্টেশনের কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। বাকি ছিল শুধু জয় হিন্দ বিমানবন্দরের কাজ। সম্প্রতি সেই কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, জয়হিন্দ বিমানবন্দর স্টেশনটি এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। এটি কলকাতা মেট্রোর কমলা (কবি সুভাষ থেকে বিমানবন্দর) এবং হলুদ লাইনকে যুক্ত করে। এই স্টেশনে পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে। প্রত্যেকটির দৈর্ঘ্য ১৮০ মিটার।