গতবার ব্যাঙ্ককে যাওয়ার সময়েই মেনকা গম্ভীরকে আটকানো হয়েছিল। বিমানবন্দরে তাঁকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল ইডি এবং অভিবাসন মন্ত্রকের বিরুদ্ধে। এবার যাতে তেমন না হয় তাই ব্যাঙ্কক যাওয়ার আবেদন নিয়ে আগাম আদালতের দ্বারস্থ হন মেনকা। মেনকা গম্ভীর হাইকোর্টে আবেদন করেছেন, “মা অসুস্থ। ব্যাঙ্ককে পরিবারের সদস্যরা রয়েছেন। তাই সেখানে যাওয়া দরকার।” তবে ইডির তরফে এর বিরোধিতা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন : ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের জন্য বিদেশ মন্ত্রকের নির্দেশিকা, কিভের ভারতীয় দূতাবাসের তরফেও জারি বিজ্ঞপ্তি
কয়লা পাচার কাণ্ডে ইডির নজরে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকার ব্যাঙ্কক অ্যাকাউন্টের লেনদেন। গত ১০ সেপ্টেম্বর ব্যাঙ্কক যাওয়ার সময় দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে মেনকাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। অভিবাসন দফতরের তরফ থেকে তাঁকে জানানো হয়, একটি বিশেষ মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে ইডি। এরপর মেনকাকে তলবের নোটিসও ধরানো হয়। ১২ সেপ্টেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরা দেন। মধ্যরাতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে একপ্রস্থ নাটক হয় মেনকাকে নিয়ে। ইডির নোটিস মোতাবেক রবিবার মধ্যরাতে ইডি অফিসে পৌঁছে যান মেনকা। সেই সময় ইডি-র তরফেই 'ভুল' হয়েছিল। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে নতুন নোটিস পাঠায় ইডি৷