TRENDING:

RG Kar hospital murder case: আরজি করে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পুলিশ কমিশনারের বৈঠক শেষ, কী বললেন সিপি?

Last Updated:

RG Kar Hospital murder case: জুনিয়র চিকিৎসকদের পাঁচ সদস্যের সঙ্গে রবিবার বৈঠক করেন পুলিশ কমিশনার বিনীথ গোয়েল-সহ পুলিশ আধিকারিকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর কাণ্ডে পুলিশ কমিশনার-সহ আধিকারিকদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক শেষ। জুনিয়র চিকিৎসকদের পাঁচ সদস্যের সঙ্গে রবিবার বৈঠক করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ পুলিশ আধিকারিকরা। বৈঠকে পুলিশ কমিশনারকে আরজি করের ঘটনা নিয়ে নিজেদের দাবি বিস্তারিত জানান আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা।
কী বললেন বিনীত গোয়েল?
কী বললেন বিনীত গোয়েল?
advertisement

জুনিয়র ডাক্তারদের দাবি মেনে রবিবার সরিয়ে দেওয়া হল আরজি করের দায়িত্বে থাকা এসিপিকে। বৈঠক শেষে কলকাতার পুলিশ কমিশনার এদিন বলেন, “কাউকে আড়াল করা হচ্ছে না।”

আরও পড়ুন: আরজি করের ঘটনায় একগুচ্ছ দাবি চিকিৎসক সংগঠনের, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক

সেই সঙ্গে বিনীত গোয়েল এদিন জানান, নির্যাতিতা তরুণীর অটোপসি রিপোর্ট পরিবারের হাতে দেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি ছিল অটোপসি রিপোর্ট তাদের দিতে হবে। সেই প্রসঙ্গে পুলিশ কমিশনার জানান, ‌অন্য কারুর হাতে আটোপসি রিপোর্ট দেওয়ার আইনত বাধা আছে, তাই আন্দোলনকারীদের দেওয়া সম্ভব নয়।

advertisement

বৈঠক শেষে সাংবাদিকদের সিপি বলেন, “একটি হেল্পলাইন নম্বর এবং ইমেইল আইডিতে আরজি করের আন্দোলনকারী বা যে কেউ তাদের বক্তব্য জানাতে পারেন”। সেই সঙ্গে তিনি আশাবাদী যে বৈঠকের পরে সন্তুষ্ট হয়েছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা।|

আরও পড়ুন: আরজি করের ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদারের, সিবিআই তদন্তের দাবি

প্রসঙ্গত, রবিবার বিনীত গোয়েল যেই সেমিনার হলে ঘটনাটি ঘটেছে সেখানে পরিদর্শন করেন। সিপির সঙ্গেই ঘটনাস্থলে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

আরজি কর হাসপাতালের এই চিকিৎসক সংগঠনটি রবিবার একগুচ্ছ দাবি জানিয়েছে আরজি করের জুনিয়র ডাক্তারের খুনের ঘটনায়। আরজি কর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। তাঁদের সন্দেহ, এই ঘটনায় একাধিক অপরাধীর হাত রয়েছে, শুধু সঞ্জয়ের গ্রেফতারে সন্তুষ্ট নয় চিকিৎসকরা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar hospital murder case: আরজি করে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পুলিশ কমিশনারের বৈঠক শেষ, কী বললেন সিপি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল