TRENDING:

Medicine Banned: দেশ জুড়ে এবার ফলকোডিন যুক্ত কাশির সিরাপে না! নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য মন্ত্রক

Last Updated:

Medicine Banned: এই উপাদান-যুক্ত কাশির সিরাপ ব্যবহারের পরামর্শ না দেন। পাশাপশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'-র তরফে এই বিশেষ উপাদান যুক্ত কাশির সিরাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : দেশ জুড়ে এবার ফলকোডিন-যুক্ত কাশির সিরাপে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ নীতি নির্ধারক সংস্থা দ্য সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে সম্প্রতি এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কোনও চিকিৎসক যেন তাঁদের রোগীদের বিশেষ এই উপাদান-যুক্ত কাশির সিরাপ ব্যবহারের পরামর্শ না দেন। পাশাপশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-র তরফে এই বিশেষ উপাদান যুক্ত কাশির সিরাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এই বিশেষ উপাদান যুক্ত কাশির সিরাপ নিয়ে উদ্বেগ
এই বিশেষ উপাদান যুক্ত কাশির সিরাপ নিয়ে উদ্বেগ
advertisement

এবার অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে কী এই ফলকোডিন? এই উপাদান-যুক্ত কাশির সিরাপ ব্যবহার করলে কী শারীরিক অসুবিধা হতে পারে?

আরও পড়ুন : তৎকাল, দালাল কিচ্ছু লাগবে না…! এই ‘কোটা’য় টিকিট কাটলেই Confirm Ticket গ্যারান্টি! জেনে নিন নির্ঝঞ্ঝাট নিয়ম

ফলকোডিন হল এক ধরনের আফিম জাতীয় উপাদান। কোনও রোগী যদি অস্ত্রোপচারের এক বছর আগেও কাশির জন্য এই বিশেষ উপাদান-যুক্ত সিরাপ খেয়ে থাকেন তাহলে তাঁদের শরীরে সংকটজনক পরিস্থিতি তৈরি হতে পারে। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় অ্যনাফাইলেকটিক শক। কিন্তু কী ভাবে এই সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হতে পারে?

advertisement

আরও পড়ুন : সুখবর সুখবর…! ৯০ নয়, ৮০ নয়, অনলাইনে ৭০ টাকায় কিনুন ১ কেজি টমেটো! কী ভাবে? ঝটপট দেখে নিন

চিকিৎসকরা জানাচ্ছেন, অস্ত্রোপচারের সময় মাংস পেশী শিথিল করার জন্য ব্যবহৃত ওষুধের সঙ্গে শরীরে মিশে থাকা এই বিশেষ উপাদানের বিক্রিয়ার ফলে এই ধরনের সংকটজনক পরিস্থিতি তৈরি হতে পারে। যা অনেক ক্ষেত্রেই চিকিৎসকদের কাছে মারাত্মক চিন্তার বিষয়।

advertisement

বিশেষ এই উপদান-যুক্ত কাশির সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চলতি বছরের গোড়ার দিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে পুর বিষয় উন্মোচন হয়। এই বৈঠক থেকেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। যার ফল স্বরূপ এই বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দ্যা সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন। এই বৈঠকেই চিকিৎসকদের এই উপাদান যুক্ত কাশির সিরাপ ব্যাবহারে বিরত থাকতে বলা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চিকিৎসকেরা বিকল্প ওষুধের যেন পরামর্শ দেন। বিক্রেতারাও যেন এই বিষয়ে সচেতন থাকেন সেই বিষয়ও উঠে আসে। শহরের চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, এই বিষয় আরও আগেই সচেতন হওয়ার প্রয়োজন ছিল।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Medicine Banned: দেশ জুড়ে এবার ফলকোডিন যুক্ত কাশির সিরাপে না! নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য মন্ত্রক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল