Indian Railways: তৎকাল, দালাল কিচ্ছু লাগবে না...! এই 'কোটা'য় টিকিট কাটলেই Confirm Ticket গ্যারান্টি! জেনে নিন নির্ঝঞ্ঝাট নিয়ম
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: খরচ করতে লাগবে না দু-তিন ডবল ভাড়া! ট্রেনে কনফার্ম টিকিট কী ভাবে পাবেন সহজেই? জেনে নিন দুর্দান্ত হ্যাক!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এন্ড-টু-এন্ড কোটা কী? ভারতীয় রেল বিশ্বাস করে যে দূরপাল্লার ট্রেনের বেশিরভাগ যাত্রায় কেবল তারাই ভ্রমণ করেন যারা শুরুর স্টেশন থেকে শেষ স্টেশনে যাচ্ছেন। অর্থাৎ যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রীর সংখ্যাই বেশি। এই কারণেই ট্রেনের বেশিরভাগ আসন এই প্রান্ত থেকে শেষ প্রান্তিক স্টেশনের যাত্রীদের জন্য সংরক্ষিত থাকে।
advertisement
advertisement
advertisement
এখানে আরও স্পষ্ট করে উদাহরণস্বরূপ জানাই, ধরুন আপনি দিল্লি থেকে একটি ট্রেনে উঠছেন এবং আপনাকে তার আগে দানাপুর, আরাহ বা যেকোনও একটি আগের স্টেশনে নামতে হবে। সেই স্টেশন পর্যন্ত টিকিট না নিয়ে আপনি দিল্লি থেকে পটনা যাওয়ার টিকিট কিনুন। অবশ্যই এর দাম ১০০-১৫০ টাকা বেশি হবে। কিন্তু তবুও এই টিকিট Tatkal বা Premium Tatkal থেকে অনেক সস্তাই হবে।
advertisement