অফিস টাইমে ভোগান্তিতে নিত্যযাত্রীরা ৷ অবরোধ চলছে দমদম, হাসনাবাদ শাখার সন্ডালিয়া স্টেশনে এবং বনগাঁ শাখার হাবড়া, বারাসত, মধ্যমগ্রাম, ঠাকুরনগর ও নিউ ব্যারাকপুর স্টেশনে ৷
অসমের খসড়া নাগরিকপঞ্জি-তে চল্লিশ লাখ মানুষের নামের পাশে লালকালির দাগ। কার্যত রাতারাতি ভারতীয় নাগরিকত্ব হারানোর পথে তাঁরা। নাগরিক পঞ্জিতে নাম তোলার জন্য আবেদন করেন ৩ কোটি ২৯ লক্ষ মানুষ ৷ তালিকায় প্রকাশিত হয়েছে ২ কোটি ৮৯ লক্ষ মানুষের নাম ৷ কার্যত রাতারাতি উদ্বাস্তু ৪০ লক্ষ মানুষ ৷ বাকিরা যাবেন কোথায়? ঘিরে ধরছে অনিশ্চয়তা আর দেশছাড়া হওয়ার আশঙ্কা।
advertisement
আরও পড়ুন
অসম NRC নিয়ে উত্তাল গোটা দেশ, জানেন কী এই NRC?
মতুয়া সঙ্ঘের দাবি, এই বাদ পড়া ৪০ লাখ মানুষের মধ্যে একটা বড় অংশই তাদের সম্প্রদায়ের মানুষ ৷ মতুয়া সঙ্ঘের বড়মা বীণাপাণিদেবী এই মানুষদের নিয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ‘বাংলাদেশী তাড়াও’ মন্তব্য ঘি ঢেলেছে বিতর্কে। মতুয়া সঙ্ঘের পক্ষ থেকে মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে প্রতীকী রেল অবরোধের কথা ঘোষণা করেছিলেন ৷
আরও পড়ুন
ফের দুর্দান্ত একটি ফিচার আনল হোয়াটসঅ্যাপ, আজ থেকেই করুন ব্যবহার