আরও পড়ুন TMC 21 July: ২১ জুলাইয়ের আগে এবার গান বাঁধল তৃণমূল ছাত্র পরিষদ
কোন কোন স্কুলে ইতিমধ্যেই ছুটি ঘোষণা হয়েছে?
-গোখেল মেমোরিয়াল (Gokhale Memorial Girls' School) সহ কয়েকটি স্কুল সেদিন ছুটিই থাকবে৷ বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার স্কুল খোলা রাখা হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
-ডিপিএস রুবি পার্ক (DPS Ruby Park) ও ছুটি দিয়েছে ২১ এ জুলাই।
advertisement
-সাউথ পয়েন্ট (South Point High School) স্কুল ২১জুলাইয়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।তার পরিবর্তে অনলাইনে ক্লাস হবে।
-বালিগঞ্জ শিক্ষা সদন (Ballyganj Sikhsha Sadan) ওই দিন অনলাইনে ক্লাস করানোর নোটিশ দিয়েছে৷
যদিও স্কুল ছুটি কী কারণে সে বিষয়ে কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি বেসরকারি স্কুলগুলি। এর পাশাপাশি আবার দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতার কয়েকটি নামকরা বেসরকারি স্কুল ও ২১জুলাই স্কুল খোলা রাখছে।
আরও পড়ুন ‘আমার দিদি, তোমার দিদি, সবার দিদি...’ পাহাড়ের গান এবার কলকাতায়
মূলত একুশে জুলাইকে মাথায় রেখে যে রাস্তাগুলিতে যানজট হতে পারে সেই রুটের সংলগ্ন স্কুলগুলি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ তেমনটাই তথ্য থেকে উঠে আসছে।
Somraj Bondopadhyay