TRENDING:

Manoranjan Bapari: 'এত চোর, ধান্ধাবাজ একটা দলে!' ভোটের আগের দিন তৃণমূলকেই নিশানা দলের বিধায়কের

Last Updated:

এই ফেসবুক পোস্টেই ব্লক সভাপতির সঙ্গে নিজের দূরত্বও সামনে এনেছেন তৃণমূল বিধায়ক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েত ভোটের আগের দিন তৃণমূলকে ফের একবার বড়সড় অস্বস্তিতে ফেললেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি৷ এ দিন ট্যুইটারে তৃণমূল বিধায়ক ইঙ্গিতপূর্ণ ভাবে লেখেন, ‘এত চোর এত ধান্ধাবাজ যে একটা দলে থাকতে পারে আমার জানা ছিল না৷ জানা ছিল না সেই চোর ধান্ধাবাজগুলো বড় বড় নেতাদের এত প্রিয়৷’
তৃণমূলকে ফের নিশানা করলেন মনোরঞ্জন ব্যাপারি৷
তৃণমূলকে ফের নিশানা করলেন মনোরঞ্জন ব্যাপারি৷
advertisement

এখানেই থামেননি প্রবীণ এই বিধায়ক৷ দলেরই একাংশের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘এক তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া, আবার ভোটের পরে বিজেপি থেকে তৃণমূলে ফেরা এক নেতা বলাগড়ে এসে প্রেস মিটিং করে গেলেন। আমি বলাগড়ের জনগণের ভোটে নির্বাচিত বিধায়ক। আমাকে তিনি একটা খবর দেওয়ার প্রয়োজন আছে সেটা মনে করলেন না। কারা তাঁকে ঘিরে বসেছিল বলাগড়ের মানুষ দেখেছেন। তাঁদের সবাই চেনেন, তাই আমি কিছু বলতে চাই না। সব ভোটের বাক্স খুললে বোঝা যাবে। সব জবাব মানুষ ভোটের বাক্সে দেবেন।’

advertisement

আরও পড়ুন: মুর্শিদাবাদ জেলা সফরে রাজ্যপাল, কথা বললেন নিহতদের পরিবারের সঙ্গে

এই ফেসবুক পোস্টেই ব্লক সভাপতির সঙ্গে নিজের দূরত্বও সামনে এনেছেন তৃণমূল বিধায়ক৷ নির্বাচন ব্যয় বাবদ দলীয় প্রার্থীদের জন্য বরাদ্দ টাকা ব্লক সভাপতি বণ্টন না করলে তার দায় তিনি নেবেন না বলেও জানিয়ে দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারি৷

advertisement

এখানেই শেষ নয়, কোনওরকম চাপের কাছে মাথানত করে যে তিনি মুখ বন্ধ করবেন না, তাও জানিয়ে দিয়েছেন বলাগড়ের বিধায়ক৷ তিনি লিখেছেন, ‘আমার নাম মনোরঞ্জন ব্যাপারি। আমার জিভে তালা মারবে সে তালা আজও তৈরি হয়নি। সত্যের জন্য সব কিছু ত্যাগ করতে রাজি আছি কিন্ত কোনও কিছুর জন্য সত্য ন্যায় আদর্শ থেকে বিচ্যুত হব না।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তবে এই প্রথম নয়, এর আগেও বলাগড়ের দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়ে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন মনোরঞ্জন ব্যাপারি৷ তার পরে দলের পক্ষ থেকে তাঁকে সতর্কও করা হয়েছিল৷ কিন্তু ফের পঞ্চায়েত ভোটের ঠিক আগের দিন শাসক দলকে বড়সড় বিতর্কে ফেললেন মনোরঞ্জন ব্যাপারি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Manoranjan Bapari: 'এত চোর, ধান্ধাবাজ একটা দলে!' ভোটের আগের দিন তৃণমূলকেই নিশানা দলের বিধায়কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল