সোমবার উত্তর দিনাজপুরের করণদিঘির সভা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের প্রতি একাধিক বার্তা দেন অভিষেক৷ তবে এর মধ্যেও কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে বিঁধতে ছাড়েননি৷
গত রবিবারই প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১০০ তম পর্ব ছিল৷ সেই উপলক্ষে দেশজুড়ে বিশেষ ব্যবস্থা করেছিল বিজেপি৷ এই উপলক্ষে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল বঙ্গ বিজেপির তরফেও। এর মধ্যে সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে।
advertisement
মোদির সেই অনুষ্ঠানকেই এদিন কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ যখন ১০০ দিনের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তখন ‘মন কি বাত’-এর ১০০ তম পর্ব নিয়ে ব্যস্ত৷ অভিষেকের কথায়, ‘‘বাংলার মানুষ ভাত-রুটি পাচ্ছেন না, ওদিকে প্রধানমন্ত্রী মন কি বাত শুনছেন৷’’
পঞ্চায়েত নির্বাচনের আগে গত ২৫ এপ্রিল থেকে বিশেষ কর্মসূচি শুরু করেছে তৃণমূল৷ কোচবিহার থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই একে একে পৌঁছবে অভিষেকের যাত্রা৷ এই কর্মসূচির মূল উদ্দেশ্য মানুষের মতামতের উপরে ভিত্তি করে পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী নির্বাচন৷ এদিন সেই কর্মসূচিতেই করণদিঘি গিয়েছিলেন অভিষেক৷