এর নির্মাতা জেন রোবোটিক্স। আপাতত সারা দেশে ১৯ টি শহরে এই মেশিন নিকাশি ব্যবস্থাকে চালু রাখতে ব্যবহার করা হচ্ছে। এবার নিউটাউনে রাস্তাঘাটে দেখা যাবে এই ম্যানহোল ক্লিনিং মেশিনকে আপাতত পরীক্ষামূলকভাবে তিনটি রোবটকে দিয়ে কাজ শুরু করেছে এন কে ডি এ।
advertisement
পরবর্তীকালে আরও রোবট কেনা হবে। এই ব্যবস্থার ফলে দ্রুততার সঙ্গে ম্যানহোল পরিষ্কার করা যাবে। বিষাক্ত গ্যাসের চিহ্নিতকরণের জন্য রোবর্ট ক্লিনিংয়ে রয়েছে সেন্সর ও ক্যামেরা। ড্রেনের মধ্যে গিয়ে কোথায় আবর্জনা জমে আছে সেটা রোবটে থাকা ক্যামেরার সাহায্যে তা চিহ্নিত করে পরিষ্কার করা যাবে।
আরও পড়ুন: মনোনয়ন জমার প্রথম রাতেই উদ্ধার তাজা বোমা! পঞ্চায়েত ভোট ঘিরে প্রমাদ গুনছে জেলাবাসী
ম্যানহলে কোথাও বিষাক্ত গ্যাস আছে কিনা তাও চিহ্নিত করবে রোবটে থাকা সেন্সর। এই রোবটটি চলবে ছোট জেনেরেটর এর মাধ্যমে, বলে জানালেন এনকেডিএর ম্যানেজিং ডাইরেক্টর দেবাশীষ সেন। তিনি আরও জানান পশ্চিমবঙ্গে এই রোবটের ব্যবহার নিউটাউনেই প্রথম। আর এই রোবর্ট আসায় নিউটাউন আরও স্মার্ট হবে পাশাপাশি পরিস্কারও থাকবে বলে তিনি আশাবাদী।