নারকেলডাঙ্গার বাসিন্দা দীপাঞ্জন করের সঙ্গেও অনেকটা এরকমই ঘটনা ঘটেছিল গত ৪ জানুয়ারি। পেট্রোল পাম্পের মালিক দীপাঞ্জন বাবুর মনে খটকাও লেগেছিল। কারণ তার মারুতি গাড়ি রয়েছে গ্যারেজে। সারাইয়ের কাজ চলছে। তাহলে সেই গাড়ি কী করে নিয়ম ভাঙ্গল? আর তার জন্যই বা কী করে জরিমানা দিতে হচ্ছে!
আরও পড়ুন: ‘আমাদের মৎস্যজীবীদের জেলে লাঠিপেটা করেছে বাংলাদেশ’, গঙ্গাসাগরে বড় অভিযোগ মমতার
advertisement
খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন রাজারহাট থানা এলাকায় নিয়মভঙ্গের জন্য তার গাড়ির জরিমানা হয়েছে। কিছু একটা গন্ডগোলের আঁচ পেয়ে সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান রাজারহাট থানায়। আর সেখানে গিয়েই কার্যত চক্ষু চড়কগাছ দীপাঞ্জন বাবু। থানা থেকে তিনি জানতে পারলেন আদতে জরিমানা করা হয়েছে একটি বাইকের।
আরও পড়ুন: মাঝরাতে পিটিয়ে খুন ২৬-র যুবককে, সল্টলেকের হাড়হিম ঘটনায় পুলিশের জালে ৪
কিন্তু যে নাম্বারে জরিমানা করা হয়েছে সেটা আদতে মারুতি গাড়ির নাম্বার জেনে হতবাক রাজারহাট থানার পুলিশও। দীপাঞ্জনবাবুর করা অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে শুরু হয় খোঁজখবর। তদন্ত নেমে জানা যায় দীপাঞ্জনবাবুর গাড়ির নাম্বার এবং ব্লুবুক কপি করে চলছে একটি বাইক। তদন্ত নেমে রাজারহাট থানার পুলিশ শাসন এলাকা থেকে ওই বাইকের মালিক ভাস্কর কৃষ্ণ মন্ডলকে গ্রেফতার করেছে।
ধৃত ভাস্কর কৃষ্ণ মন্ডলের থেকে বাইকের ব্লু বুকও উদ্ধার হয়েছে বলে থানা সূত্রে খবর। মজার বিষয়, দীপাঞ্জন বাবুর মারুতি গাড়ি এবং ভাস্কর মন্ডলের বাইকের ব্লু বুক দুটি একই আরটিও থেকে ইস্যু করা বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে কিভাবে এটা হল এখন সেটাই তদন্ত করে দেখছে পুলিশ।
এর পিছনে কি কোন বড় চক্র কাজ করছে? আরটিও থেকে কী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের নকল করার কাজগুলো করা হয়েছে? কোন সংঘটিত চক্রের কাজ এটি? আরও অন্যান্য কোন বাইক বা গাড়ির সঙ্গে এরকম ঘটনা ঘটছে কিনা সেই নিয়ে বিস্তারিত তদন্তে নেমেছে রাজারহাট থানার পুলিশ। ধৃত ভাস্কর কৃষ্ণ মন্ডলকে আদালতের পেশ করা হয়েছে।