Muder Case: মাঝরাতে পিটিয়ে খুন ২৬-র যুবককে, সল্টলেকের হাড়হিম ঘটনায় পুলিশের জালে ৪

Last Updated:

Muder Case: বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ।অভিযোগের ভিত্তিতে গ্রেফতার আরও তিন।

নাভাসের শালা কেপি রশিদ ভর্থি পুলিশের কাছে ঘটনাটি খুন অভিযোগ করে তদন্তের দাবি করেন৷ এই তদন্তে নেমে পুলিশ জানতে পারে নাভাস ও শাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ছিল৷
নাভাসের শালা কেপি রশিদ ভর্থি পুলিশের কাছে ঘটনাটি খুন অভিযোগ করে তদন্তের দাবি করেন৷ এই তদন্তে নেমে পুলিশ জানতে পারে নাভাস ও শাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ছিল৷
কলকাতা: বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ।অভিযোগের ভিত্তিতে গ্রেফতার আরও তিন।মৃত যুবকের নাম সুব্রত মাঝি (২৬)।
ঘটনাটি সল্টলেক মহিষবাথান উদয়ন পল্লীর। গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।এর আগে সবুজ মিস্ত্রি নামে একজনকে গ্রেফতার করে। এই ঘটনায় মোট গ্রেফতার চার। বাকিদের খোঁজে তল্লাশি। ধৃত তিনজনের নাম বাপন হালদার, বিশ্বজিৎ মন্ডল ও অসিত সরকার।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১০টা নাগাদ সুব্রতর এক বন্ধু ফোন করে তাকে বাইরে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বেরনোর সময় সে জানায় যে তাড়াতাড়ি ফিরে আসবে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও সুব্রতর খোঁজ পাওয়া যায় না।
advertisement
একাধিকবার ফোন করে চেষ্টা করা হয় যোগাযোগ করার এবংপরিবারের সদস্যরা খোঁজাখুজিও শুরু করেন। সকালে গুরুতর অবস্থায় বাড়ি নিয়ে আসে তার এক বন্ধু৷ তারপর শারীরিক অবস্থার অবনতি হতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দুপুরেই মৃত্যু হয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Muder Case: মাঝরাতে পিটিয়ে খুন ২৬-র যুবককে, সল্টলেকের হাড়হিম ঘটনায় পুলিশের জালে ৪
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement