Muder Case: মাঝরাতে পিটিয়ে খুন ২৬-র যুবককে, সল্টলেকের হাড়হিম ঘটনায় পুলিশের জালে ৪
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Muder Case: বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ।অভিযোগের ভিত্তিতে গ্রেফতার আরও তিন।
কলকাতা: বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ।অভিযোগের ভিত্তিতে গ্রেফতার আরও তিন।মৃত যুবকের নাম সুব্রত মাঝি (২৬)।
ঘটনাটি সল্টলেক মহিষবাথান উদয়ন পল্লীর। গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।এর আগে সবুজ মিস্ত্রি নামে একজনকে গ্রেফতার করে। এই ঘটনায় মোট গ্রেফতার চার। বাকিদের খোঁজে তল্লাশি। ধৃত তিনজনের নাম বাপন হালদার, বিশ্বজিৎ মন্ডল ও অসিত সরকার।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১০টা নাগাদ সুব্রতর এক বন্ধু ফোন করে তাকে বাইরে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বেরনোর সময় সে জানায় যে তাড়াতাড়ি ফিরে আসবে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও সুব্রতর খোঁজ পাওয়া যায় না।
advertisement
একাধিকবার ফোন করে চেষ্টা করা হয় যোগাযোগ করার এবংপরিবারের সদস্যরা খোঁজাখুজিও শুরু করেন। সকালে গুরুতর অবস্থায় বাড়ি নিয়ে আসে তার এক বন্ধু৷ তারপর শারীরিক অবস্থার অবনতি হতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দুপুরেই মৃত্যু হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2025 1:06 PM IST