স্বামীর মৃত্যুর পরে ক্ষতিপূরণ পাওয়ার আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ভানুমতি বৈদ্য। তার আইনজীবী মানবেন্দ্র বন্দোপাধ্যায় ও মোশারফ হোসেন জানান যে, সুন্দরবন এলাকায় মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত হন বাসুদেব।
advertisement
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। আইনজীবীদের অভিযোগ, প্রয়োজনীয় নথিপত্র এবং ময়নাতদন্তের রিপোর্টে বাঘের কামড়ে মৃত্যুর উল্লেখ থাকা সত্ত্বেও ক্ষতিপূরণের আর্জি খারিজ করে বন দফতর।
advertisement
উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি অমৃতা সিংহ, মামলাকারী ভানুমতি বৈদ্যকে রাজ্যের নিয়ম মাফিক বাঘের কামড়ে মৃত্যুর ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। এর আগেও বাঘের কামড়ে মৃত্যুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাঘে টেনে নিয়ে গিয়ে মৃত্যু এবং দেহ উদ্ধার করা সম্ভব না হলে সেক্ষেত্রেও ক্ষতিপূরণের নিদান দিয়েছে হাইকোর্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2025 7:32 PM IST