সূত্রের খবর, জমি বিক্রির উদ্দেশ্যে ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে ধৃত রাকিবুল ইসলাম। জমি রেজিস্ট্রি করিয়ে দেওয়ার নাম করে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে দুই ধৃতের বিরুদ্ধে।
advertisement
অভিযোগ, ২০১৬ সালে মৃত ব্যক্তির নামে থাকা জমি নিজের দাবি করে বিক্রি করার চেষ্টা করেছিলেন রাকিবুল ও তার এক সহযোগী। জমি বিক্রি করতে মৃত মনোরঞ্জন সাহার নথি জাল করার অভিযোগ রাকিবুল ও তার সহযোগীর বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম পরিচয় ব্যবহার করে ভুয়ো আধার প্যান তৈরি করে ফেলেন রাকিবুল।
সেই নথি ব্যবহার করে একটি জমি দেখিয়ে নিজের জমি দাবি করে বিক্রি করার জন্য ২৫ লক্ষ টাকা অগ্রিমও নেন। রেজিস্ট্রির আগে বিষয়টি সামনে আসে, প্রতারিত ব্যক্তি উত্তর বন্দর থানায় অভিযোগ করেন। ঘটনার তদন্ত শুরু করে চিটিং সেকশন। রাকিবুলকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
আরও পড়ুন: মমতার এক চালেই বাজিমাত! SIR থেকে সংবিধান সংশোধনী বিল, সংসদে তৃণমূলই যেন প্রধান বিরোধী দল
আধার প্যান কোথা থেকে কাদের সাহায্যে বানানো হল, জানতেই নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ধৃতকে জেরা করে ভুয়ো নথি তৈরির কারবারিদের সন্ধান পেতে তল্লাশি হবে। রাকিবুলের সহযোগীকে গ্রেফতার করতে হবে বলেও আদালতে দাবি পুলিশের। ব্যাঙ্কশাল কোর্ট অভিযুক্তকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল।