রাজ্যের খসড়া তালিকা প্রকাশের পর যেসমস্ত অসঙ্গতি দেখা গিয়েছে, তা নিয়ে স্পষ্ট বার্তা দেবেন দলনেত্রী। বৈঠক থেকে কর্মীদের আগামীর রোডম্যাপ তৈরি করে দেবেন তিনি। নেত্রী আগেই স্পষ্ট জানিয়েছিলেন, ‘এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ধরে চেক করুন। যাঁদের নাম বাদ গেল কী কারণে বাদ গিয়েছে সেটা ভাল করে বুঝে নিন। তাঁদের যা সহযোগিতা দরকার করুন।’ এবার যাতে হিয়ারিংয়ের ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, সেটাও খেয়াল রাখতে হবে বলে দিকনির্দেশিকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে মূলত ডাকা হয়েছে কলকাতা-সহ হাওড়া-হুগলি লাগোয়া জেলাগুলির বিএলএ-দের। শুধু বিএলএ নন, নির্দিষ্ট বিধানসভায় বুথে বুথে ঘুরে ভোটের কাজে যুক্ত থাকেন যেসব গুরুত্বপূর্ণ কর্মী, তাঁদেরও ওই মিটিংয়ে থাকতে বলা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যেসব নাম বাদ গিয়েছে, তাঁদের নাম কেন বাদ গেল, বৈধ কারও নাম বাদ গেল কি না, মুখ্যমন্ত্রী সেই ইস্যুতেই যে নিজের বার্তা দেবেন তা একপ্রকার স্পষ্ট। মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের পরই নিজের কেন্দ্র নিয়ে এক দফা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। কালীঘাটে তৃণমূলনেত্রী নিজের বাড়িতেই সেই বৈঠকে ডেকেছিলেন ভবানীপুরের বিএলএ এবং নিজের কেন্দ্রের পুর এলাকার কাউন্সিলরদের। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। সেখানেও বৈধ কোনও ভোটারের নাম বাদ গেল কি না তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।
