TRENDING:

Mamata Suvendu: 'কে আপনাদের নেতৃত্ব দিচ্ছে? যে চার দল বদল করে এসেছে?' বিধানসভায় কাকে নিশানা করলেন মমতা? কান পাতলেই শোনা যাচ্ছে, একটাই নাম!

Last Updated:

Mamata Suvendu: বিধানসভায় বলতে উঠে মুখ্যমন্ত্রী বিজেপিকে বাংলা ভাষা ইস্যুতে নিশানা করার পাশাপাশি বিধানসভায় গণ্ডগোল করার জন্য বিজেপি বিধায়কদের তীব্র আক্রমণ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকে নিশানা মমতার?
কাকে নিশানা মমতার?
advertisement

কলকাতা: ফের উত্তাল বিধানসভা। কেউ ‘চোর চোরস্লোগানে তারস্বরে চিৎকার করছেন। কেউ বিধানসভার ওয়েলে শুয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওয়েলে নেমে দলের বিধায়কদের নিয়ন্ত্রণ করছেনবৃহস্পতিবার দিনভর চূড়ান্ত বিশৃঙ্খলার চিত্র দেখা গেল বিধানসভায়হট্টগোলের কারণে বৃহস্পতিবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দাকে বিধানসভা কক্ষ থেকে বহিষ্কার করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়এরই মধ্যে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

advertisement

বিধানসভায় বলতে উঠে মুখ্যমন্ত্রী বিজেপিকে বাংলা ভাষা ইস্যুতে নিশানা করার পাশাপাশি বিধানসভায় গণ্ডগোল করার জন্য বিজেপি বিধায়কদের তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, কে আপনাদের নেতৃত্ব দিচ্ছে? যে চার দল বদল করে এসেছে? নিজেকে বাঁচানোর কাজ। দলবদলু নেতার কথা শুনে ভুল পথে পা দিচ্ছেন রাজনৈতিক মহলের মতে, মুখে নাম না নিলেও মুখ্যমন্ত্রী এ কথা বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছেন। প্রসঙ্গত, বুধবারই শুভেন্দুকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

advertisement

আরও পড়ুন: ‘অপদার্থ মন্ত্রী’, রাজ্যের মন্ত্রীকে আক্রমণ খোদ তৃণমূল বিধায়কেরই! বেনজির ঘটনা বিধানসভায়, কী এমন হল? শুনে চমকে উঠবেন

মুখ্যমন্ত্রীর সংযোজন,আমি জানি কে কোন বিধানসভায় তৃণমূল করত। টাকা বাঁচাতে, ইডিসিবিআই থেকে বাঁচতে, বিজেপিতে গেছেন। মুখ লুকিয়ে চোর স্লোগান দিচ্ছে। যে হাততালি, স্লোগান দিচ্ছে সেও তৃণমূল করত। আগামিদিনে উনি মুসলিম লিগ করবেন

advertisement

এরপরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস রায়কে নিশানা করেন মমতা। নাম করেই বলেন, তাপস তোমার লজ্জা থাকা উচিত। তুমি তৃণমূল করতে। আর এক বড় নেতা চার বার দল বদলে আমাদের জ্ঞান দিতে এসো নামমতার সংযোজন, বাংলার মাটি বাংলার জলকে স্মরণ রাখো। তোমরা নির্লজ্জ। বাংলার মানুষ তোমাদের ধিক্কার দিচ্ছে। তোমরা দুষ্টুমি করে বাংলার কথা বলতে বাধা দিচ্ছ। মানুষ সবটা দেখছে

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Suvendu: 'কে আপনাদের নেতৃত্ব দিচ্ছে? যে চার দল বদল করে এসেছে?' বিধানসভায় কাকে নিশানা করলেন মমতা? কান পাতলেই শোনা যাচ্ছে, একটাই নাম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল