বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আবাস যোজনায় বাড়ি চাই। একথা কেন্দ্রকে বার বার জানানো সত্বেও কাজ হয়নি। এত টিম পাঠানোর পরেও, এত রিপোর্টে দেবার পরেও, এত বার গিয়ে দেখা করার পরেও কেন কাজ হয়নি? আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেও কেন কেন্দ্র টাকা দেয়নি? আমি শুনেছি, কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, রাজনৈতিক কারণে দেওয়া যাচ্ছে না।”
advertisement
এদিন আবাস যোজনায় কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। সরাসরি টাকা আটকানোয় রাজনীতির অভিযোগ আনেন মমতা। একইসঙ্গে সংখ্যালঘু উন্নয়নের টাকা নিয়েও অনেকে অপপ্রচার করছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
মমতা জানান, ” ২০১০-১১ সালে বরাদ্দ ছিল ৪৭২ কোটি। ২০২৩-২৪ সালে তা বেড়ে হয়েছে ৪২৩৩ কোটি টাকা। দেশের মধ্যে সংখ্যালঘু স্কলারশিপে আমরা ১ নম্বর। সংখ্যালঘু এলাকা উন্নয়নে ৮৫৫ কোটি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে। মৌলানা আজাদ স্কলারশিপ বন্ধ করে দিয়েছে। আমরা স্কলারশিপ দিচ্ছি। তাছাড়া মেধাশ্রী দেওয়া হচ্ছে। অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদেরও স্কলারশিপ দেওয়া হচ্ছে। স্বনিযুক্তির জন্য মাইক্রো ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। শীঘ্রই নিয়োগ হবে। নিয়োগের সুপারিশ করা হয়েছে। উর্দু অ্যকাডেমির বাজেট বাড়ানো হয়েছে। ইমাম ও মোয়াজ্জেমদের সাহায্য করা হয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপও পায় তারা। রাজ্য ভিত্তিক উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। যারা সমীক্ষা করবে আগামী ৬ মাস সময় ধরে খারিজি মাদ্রাসা নিয়ে। যার ফলে এখানে যারা পড়েন তাদের স্কলারশিপ পেতে সুবিধা হবে।”