মমতা জেলা নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, “আমরা সবাই মিলে লড়াই করলে অধীর কোনও ফ্যাক্টর নয়। মাথা থেকে বার করে দাও।” একইসঙ্গে এদিন আবু তাহের খান আর খলিলুর রহমান দুই সাংসদের কাজের প্রশংসা করেন মমতা।”
advertisement
পাশাপাশি দলীয় কোন্দল এড়াতে আরও সতর্ক করলেন নেতা কর্মীদের। মমতা সাফ বলেন, “ব্লকের সঙ্গে বিধায়ক ও জেলা সংগঠন ঝামেলা মেটাও আমি কিছু শুনব না।” হুমায়ুন আহমেদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ‘তুমি প্রেসের সামনে কম কথা বল।’
আরও পড়ুন : শরীরে সবচেয়ে শক্তিশালী পেশী কোনটি বলুন তো…? ‘নাম’ শুনলে মাথা ঘুরে যাবে, নিশ্চিত!
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সোশ্যাল মিডিয়ায় কে কী করছ সব আমার নজরে আছে। দল ব্যবস্থা নিতে পিছপা হবে না। বায়রন বিশ্বাস, তুমি কংগ্রেসে থাকাকালীন কেন্দ্রীয় এজেন্সি আসেনি। আর এখন আসছে। বোঝার চেষ্টা কর এর উদ্দেশ্য।” শুক্রবার দলীয় সভা থেকে একই কথা বলা হয় ডোমকলের বিধায়কের উদ্দেশ্যেও।