শরীরে সবচেয়ে শক্তিশালী পেশী কোনটি বলুন তো...? 'নাম' শুনলে মাথা ঘুরে যাবে, নিশ্চিত!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Knowledge Story: মাথা থেকে পা পর্যন্ত মানব শরীরে কত পেশী আছে জানেন? কোন পেশীকে শরীরের সবচেয়ে শক্তিশালী পেশী বলা হয়? এটি এতটাই শক্তিশালী যে এই পেশীর মাধ্যমে প্রচন্ড শক্তিতে ওজন তোলা যায়! কিন্তু কোন এমন পেশী জানেন?
advertisement
বেশিরভাগ সূত্র বলে, মানবদেহে ৬৫০ টিরও বেশি পেশী রয়েছে। যদিও কিছু পরিসংখ্যান ৮৪০ পর্যন্ত পেশী থাকার কথা বলে। সাধারণত আমাদের পেশী একই রকম হয় তবে তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, এই তারতম্য বিশেষে আমাদের ক্ষমতা, দক্ষতা এবং শক্তিও আলাদা হয়ে থাকে। তবে যদি আমরা সেলুলার পেশী সম্পর্কে বলি, তাদের সংখ্যা শরীরে কোটি কোটি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জিহ্বার পেশী অবমূল্যায়ন করবেন না। এটি সর্বদা পেশীগুলির একটি গ্রুপ হিসেবে কাজ করে। এটি দিয়ে আমরা শুধু খাবার খাই না, কথা বলার জন্যও ব্যবহার করি এই পেশী। জিহ্বায় লিঙ্গুয়াল টনসিল থাকে যা জীবাণু ফিল্টার করে। এমনকি যখন একজন ব্যক্তি ঘুমায়, জিহ্বা লালাকে গলার নিচে ঠেলে দিতে থাকে। তাই এই পেশী অন্যতম গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে।