TRENDING:

আলোর রোশনাইয়ে সেজে উঠল পার্কস্ট্রিট, শুরু হয়ে গেল শীতের উ‍‍ৎসব

Last Updated:

এদিন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়র ছোট মেয়ে নয়নার হাত ধরে সুসজ্জিত অ্যালেন পার্কে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। তাঁকে ঘিরে তখন আরও জনা কয়েক খুদে। বড় ক্রিসমাস ট্রি পেরিয়ে ভিতরে ঢুকে গোটা অ্যালেন পার্ক চত্বরই ঘুরে দেখেন মমতা। এরপরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ডিসেম্বরের ২০ তারিখ পেরিয়ে গেছে। হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন। তার পরেই বড়দিন। আর ২৫ ডিসেম্বর আসতেই শুরু বর্ষশেষের আনন্দ উৎসব। বুধবার, পার্ক স্ট্রিটে সেই বড়দিনের উৎসবেরই একপ্রকার সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
advertisement

এদিন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়র ছোট মেয়ে নয়নার হাত ধরে সুসজ্জিত অ্যালেন পার্কে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। তাঁকে ঘিরে তখন আরও জনা কয়েক খুদে। বড় ক্রিসমাস ট্রি পেরিয়ে ভিতরে ঢুকে গোটা অ্যালেন পার্ক চত্বরই ঘুরে দেখেন মমতা। এরপরে সেন্ট জেভিয়ার্স কলেজে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন: করোনা বিধি না মানলে বন্ধ ভারত জোড়ো যাত্রা! রাহুল গান্ধিকে চিঠি স্বাস্থ্য় মন্ত্রী মাণ্ডব্য়র

advertisement

বড়দিন উৎসব উপলক্ষে এখন থেকেই আলোর সাজে সেজে উঠেছে গোটা পার্কস্ট্রিট চত্বর। এছাড়াও, একাধিক ফুডস্টল, সান্তাক্লজের কাটআউটে এলাকা একেবারে জমজমাট।

বড়দিন উপলক্ষে অন্যান্য বারের মতো এবারেও অ্যালেন পার্ককে সুন্দর করে সাজিয়ে তুলেছেন পুর কর্তৃপক্ষ এবং রাজ্য পর্যটন দফতর। বিভিন্ন মডেল দিয়ে তুলে ধরা হয়েছে যীশুর জীবনের বিভিন্ন পর্যায়ে। আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা পার্ক চত্বর। কার্যত, আজ থেকেই পার্ক স্ট্রিট চত্বর ঘুরে দেখতে শুরু করে দিয়েছেন দূর দুরান্ত থেকে আসা মানুষ। ভিড় বেশি খুদেদেরই।

advertisement

আরও পড়ুন: দিল্লিতে গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করলেন শুভেন্দু-সুকান্ত, আবাস যোজনার ১৭ দফা গাইডলাইন আজ প্রকাশ্যে আনবেন শুভেন্দু

২৪ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর। এই দুদিনই মূলত সবচেয়ে বেশি ভিড় হয় পার্ক স্ট্রিট চত্বরে। শীতের সন্ধেতে সান্টাক্লজের লাল সাদা টুপিতে ছেয়ে যায় গোটা পার্ক স্ট্রিট চত্বর। মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা থাকে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মোটের উপরে হিমের পরশ লেগেই গেছে রাজ্যের গা-য়। ভিক্টোরিয়া, আলিপুর চিড়িয়াখানায় ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ। এবার, মানুষের শীতের ডেস্টিনেশনে যোগ হয়ে গেল পার্ক স্ট্রিট।

বাংলা খবর/ খবর/কলকাতা/
আলোর রোশনাইয়ে সেজে উঠল পার্কস্ট্রিট, শুরু হয়ে গেল শীতের উ‍‍ৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল