কলেজে ঢুকেই অধ্যক্ষের সঙ্গে দেখা করেন তিনি ৷ সেখানে গিয়ে বলেন, ‘‘টাকার জন্য কারও ভবিষ্যৎ যেন নষ্ট না হয় ৷ কেউ যেন ভর্তিতে বাধা না পায় ৷’’
আরও পড়ুন:১৭টি জায়গায় তল্লাশির পর কলেজে তোলাবাজিকাণ্ডে গ্রেফতার জয়পুরিয়ার প্রাক্তন জিএস তিতান
কলেজ থেকে বেরিয়ে এসে সংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি এখানে অনলাইন ডেস্কে গিয়েছি ৷ কারও কোনও অভিযোগ নেই ৷ ব্যক্তিগতভাবে কেউ কিছু করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷’’ প্রসঙ্গত মমতা বলেন, ‘‘আমিও ৭-৮ বছর এখানে ছিলাম ৷ ছাত্র রাজনীতি করেছি ৷ তখনও আমরা সকলকে সাহায্য করেছি ৷’’
advertisement
গত কয়েকদিন ধরেই কলেজে কলেজে তোলাবাজির অভিযোগ উঠছে ৷ অভিযোগ, কলেজের গেটে ভিড় করে নতুন পড়ুয়াদের কাছ থেকে আসন পিছু টাকা চাওয়া হচ্ছে ৷ এই কাণ্ডে বারংবার নাম জড়িয়ে গিয়েছে ছাত্র সংগঠনের ৷ আজ সকালে তোলাবাজির অভিযোগে জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস তিতান সাহাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷
আরও পড়ুন: কলেজে ভর্তিতে তোলাবাজি-চক্রের ঘটনা, শিক্ষামন্ত্রীকে তলব মুখ্যমন্ত্রীর
তোলাবাজির ঘটনা বন্ধ করতে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও তলব করেন মুখ্যমন্ত্রী ৷ আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেন ৷ কিছুদিন আগে মণীন্দ্র কলেজেও তোলাবাজির অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছিল ৷