এদিন দলের নব নির্বাচিত কাউন্সিলরদের শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রী। স্বাগত জানান বিরোধী দলের জয়ীদেরও। সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''সুব্রত মুখোপাধ্যায়কে আজ খুব মিস করছি। তিনি যখন মেয়র হলেন, সেই বার বোর্ড গঠনের আগে নিজাম প্যালেসে কাউন্সিলরদের টানা তিনদিন রাখতে হয়েছিল। যাতে ছিনিয়ে না নেয়। আমাদের সংখ্যাও কম ছিল। আজ মিস করছি সুব্রত দাকে। সুব্রত দার চলে যাওয়া আমাদের কাছে গ্রেট লস।''
advertisement
আরও পড়ুন: দলনেতা ফিরহাদ, ডেপুটি অতীন, কলকাতার নতুন মেয়র পারিষদ হলেন যাঁরা...
চলতি বছর কালীপুজোর দিন প্রয়াত হয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মন্ত্রী হিসেবে যতটা না তাঁর কাজ প্রশংসিত হয়েছে, কলকাতার মেয়র থাকাকালীন সুব্রত মুখোপাধ্যায়ের নানান পদক্ষেপ আরও বেশি আলোড়ন তুলেছিল। কলকাতার মহানাগরিক হিসেবে তাঁর কর্মকালকে পুরসভার স্বর্ণযুগও বলে থাকেন অনেকেই। সেই সুব্রত মুখোপাধ্যায়ের প্রসঙ্গ এদিন নব নির্বাচিত কাউন্সিলরদের সামনে তুলে ধরে একপ্রকার বার্তাই দিলেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুন: মেয়র সেই ফিরহাদ, চেয়ারম্যান মালা রায়! কলকাতায় পুরনোতেই আস্থা মমতার
এদিন নতুন জয়ীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''সবাইকে হয়তো জায়গা দিতে পারব না। ৪০ জন নতুন মুখ এসেছে জিতে। তাদের সবাইকে ভালো করে কাজ শিখতে হবে। কাজ করতে হবে। মনে রাখবেন ভালো কাজ করলে মানুষ প্রশংসা করবে। খারাপ কাজ করলে ভুল বার্তা যাবে।''